Advertisement
Advertisement
Women World Cup

বৃষ্টিতে পয়েন্ট নষ্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের, বিশ্বকাপ নকআউটের দৌড়ে অ্যাডভান্টেজ পেল ভারত

কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা?

India gets slight edge as teams waste points in Women World Cup
Published by: Anwesha Adhikary
  • Posted:October 16, 2025 4:57 pm
  • Updated:October 16, 2025 4:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের শুরুতে টানা দু’ম্যাচ জিতে নকআউটে যাওয়ার স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু তারপর দুই ম্যাচে হেরে হরমনপ্রীত কউরদের সেই স্বপ্নে বড়সড় ধাক্কা লেগেছে। রবিবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান তুলেও হেরে মাঠ ছেড়েছে উইমেন ইন ব্লু। তারপর থেকে ভারতের নকআউটে যাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। কিন্তু পরপর নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় খানিকটা সুবিধা পাবেন হরমনরা।

Advertisement

প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে বড় রান তুলে সাফল্য পেয়েছিল উইমেন ইন ব্লু। কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ফর্মুলা খাটেনি। টানা দুই ম্যাচে হারের পরই ক্রিকেটপ্রেমীদের মনে সংশয় দেখা দিয়েছে, ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নেমে নকআউট পর্বের আগেই বিদায় নেবে না তো ভারত?

পয়েন্ট টেবিলে আপাতত চার নম্বরে রয়েছেন স্মৃতি মান্ধানারা। চার ম্যাচে চার পয়েন্ট পেয়েছে ভারত। নেট রান রেটও পজিটিভেই রয়েছে তাদের। এহেন পরিস্থিতিতে নকআউট নিশ্চিত করতে বাকি থাকা তিন ম্যাচেই ভার‍তকে জিততে হবে। তাহলে ১০ পয়েন্ট নিয়ে নকআউটের দৌড়ে এগিয়ে থাকবেন হরমনরা। এহেন পরিস্থিতিতে বুধবার ইংল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। ফলে পয়েন্ট নষ্ট হয়েছে ন্যাট সিভার ব্র্যান্টদের। মঙ্গলবার শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচটিও ভেস্তে যায়।

তবে মহিলা বিশ্বকাপের নকআউটে নিজেদের স্থান কার্যত নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। বাকি দু’টি জায়গার জন্য ভারতের প্রবল প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। ইতিমধ্যেই একটি সহজ ম্যাচ থেকে পয়েন্ট নষ্ট করেছেন কিউয়িরা। অন্যদিকে, প্রোটিয়াদের অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে।

সেখানে ভারতের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। পরপর তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, নিউজিল্যান্ড। এই দুই দলই যেহেতু পয়েন্ট খুইয়েছে, তাই তাদের মধ্যে একজনকে হারাতে পারলেই নকআউট সম্ভাবনা অনেকখানি উজ্জ্বল হবে ভারতের। তারপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে হারালে সেমিফাইনালে উঠে যাবে উইমেন ইন ব্লু, এমনটাই আশা ক্রিকেটপ্রেমীদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ