Advertisement
Advertisement

Breaking News

ICC World Test Championship

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে না থেকেও আছে ভারত, কোন ভূমিকায়?

আইসিসি'র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গিয়েছে।

India is still in the World Test Championship final, but what role does it play?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:May 23, 2025 7:03 pm
  • Updated:May 23, 2025 7:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। তবে ফাইনালে না খেললেও থাকবে ভারত। লর্ডসে আম্পায়ারিং দলের অংশ হিসেবে থাকবেন জাভাগল শ্রীনাথ এবং নীতিন মেনন। আইসিসি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গিয়েছে।

Advertisement

মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। টিভি আম্পায়ার হিসেবে দেখা যাবে ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরোকে। নীতিন মেনন থাকছেন চতুর্থ আম্পয়ারের দায়িত্বে। আর শ্রীনাথকে দেখা যাবে ম্যাচ রেফারির ভূমিকায়।

আইসিসি’র ম্যাচ রেফারিদের মধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছেন শ্রীনাথ। ম্যাচ রেফারি হিসেবে তাঁর অভিজ্ঞতাও প্রচুর। অন্যদিকে, মেনন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথমবার দায়িত্ব পালন করতে চলেছেন। ২০২১ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ টানা তিনবার মাঠের আম্পায়ার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দায়িত্ব পালন করবেন। ২০২৪ সালে আইসিসি বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছিলেন ইলিংওয়ার্থ। উল্লেখ্য, ইলিংওয়ার্থ-গ্যাফানি জুটি ২০২৩ সালে ডব্লিউটিসি ফাইনাল এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেও আম্পায়ারিংয়ের দায়িত্ব সামলেছিলেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আম্পায়ার তালিকা
ম্যাচ রেফারি:
জাভাগল শ্রীনাথ (ভারত)
অন-ফিল্ড আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড)
টিভি আম্পায়ার: রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড)
চতুর্থ আম্পায়ার: নীতিন মেনন (ভারত)

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ