Advertisement
Advertisement
Jasprit Bumrah

বার্মিংহামে নেটে বোলিং শুরু বুমরাহর, বাড়ছে দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা?

শুক্রবার বার্মিংহামে ভারতীয় নেটে বল করতে দেখা যায়নি বুমরাহকে।

India Vs England: Jasprit Bumrah back in Indian training
Published by: Subhajit Mandal
  • Posted:June 28, 2025 4:22 pm
  • Updated:June 28, 2025 5:41 pm  

সন্দীপন বন্দ্যোপাধ্যায়, বার্মিংহাম: জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) কি আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলা এজবাস্টন টেস্টে ভারতীয় জার্সিতে নামছেন? নাকি নামছেন না? লাখ টাকার এই প্রশ্নের মধ্যেই স্বস্তির খবর ভারতীয় শিবিরে। একদিনের বিরতির পর বুমরাহকে ফের ভারতীয় নেটে বল করতে দেখা গেল। ফলে একদিন আগেও যে বুমরাহর খেলার সম্ভাবনা কার্যত শূন্য মনে হচ্ছিল, সেটা খানিকটা হলেও উজ্বল হল।

লাল বলের ক্রিকেটে এজবাস্টন আজ পর্যন্ত এমনিতেই কোনও সুখস্মৃতি সরবরাহ করেনি ভারতীয় টিমকে। কারণ, এ মাঠে কখনও টেস্ট জেতেনি ভারত। ভারত এমনিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে (India Vs England) চলতি টেস্ট সিরিজে ০-১ পিছিয়ে। এই অবস্থায় বুমরাহ এজবাস্টনে না খেলা মানে, ভারতের উপর চাপ আরও কয়েকগুণ বেড়ে যাওয়া। আসলে বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রয়োজন। টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতীয় কোচ গৌতম গম্ভীর পরিষ্কার করে দিয়েছিলেন যে, সর্বাধিক তিনটে টেস্ট খেলানো হবে ভারতীয় পেসারকে। হেডিংলে টেস্ট হারের পরেও সেই পরিকল্পনায় কোনও নড়চড় ঘটেনি।

India Vs England: Jasprit Bumrah back in Indian training

কিন্তু পাশাপাশি আবার এটাও ঠিক যে, টেস্ট ক্রিকেটে জিততে গেলে শুধু জনা কয়েকের ভালো ব্যাটিং দিয়ে চলে না। টেস্ট জয়ের সর্বপ্রথম শর্ত, বিপক্ষের দশ-দশ কুড়িখানা উইকেট নেওয়া। বুমরাহ না থাকলে সেটা নেবেন কে? বরং বুমরাহীন ভারত যদি এজবাস্টনে ফের হেরে বসে, তা হলে সিরিজ জেতার সম্ভাবনা প্রবল ধাক্কা খেয়ে যাবে। কারণ, সিরিজ জিততে গেলে সেক্ষেত্রে শেষ তিন টেস্টের তিনটেতেই জিততে হবে শুভমান গিলের ভারতকে।

এসব চিন্তাভাবনার মধ্যেই শুক্রবার বার্মিংহামে ভারতীয় নেটে বল করতে দেখা যায়নি বুমরাহকে। এজবাস্টন টেস্টের আগে যা কি না ভারতের প্রথম ট্রেনিং সেশন ছিল। পুরো টিমই এসেছিল শুক্রবারের প্র্যাকটিস সেশনে। বোলাররাও এসেছিলেন। কিন্তু বুমরাহ- প্রসিদ্ধ কৃষ্ণ বোলিং করেননি। তখনই ক্রিকেটমহল খানিকটা নিশ্চিত হয়ে যায় যে এজবাস্টনে নামবেন না বুমরাহ। কিন্তু শনিবার দ্বিতীয় ট্রেনিং সেশনে পরিস্থিতি বদলাল। এদিন নেটে বেশ খানিকক্ষণ বোলিং করেন তিনি। তাহলে কি শেষ পর্যন্ত পরিকল্পনা বদল করছে ভারতীয় ম্যানেজমেন্ট? বুমরাহ কি দ্বিতীয় টেস্টেও নামবেন? এখনও অবশ্য সেটা নিয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement