Advertisement
Advertisement

Breaking News

India vs Pakistan

১০ সেকেন্ডের দাম ১৬ লক্ষ! এশিয়া কাপে আকাশছোঁয়া ভারত-পাক ম্যাচের বিজ্ঞাপনের দর

এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ হবে দুবাইয়ে।

India vs Pakistan Asia Cup TV Ad Prices Skyrocket, Report Says Brands Have To Pay Rs Lacs for few seconds ad

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:August 18, 2025 3:57 pm
  • Updated:August 18, 2025 3:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক কোন খাতে বইবে সেটা এখনও স্পষ্ট নয়। তার মধ্যেই ঘোষিত হয়েছে এশিয়া কাপের দিনক্ষণ। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ হবে দুবাইয়ে। আর সেই ম্যাচ নিয়ে পারদ চড়তে শুরু করেছে। উড়তে শুরু করেছে অর্থও। ভারত-পাক ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলে বিজ্ঞাপনের জন্য আকাশচুম্বী হয়ে উঠছে বাজারদর।

Advertisement

ক্রিকেট দুনিয়ার শ্রেষ্ঠ যুদ্ধ ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দেশের কোটি-কোটি মানুষ তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকে। স্বাভাবিকভাবেই, এই বিরাট সংখ্যক দর্শকের আগ্রহ ও উন্মাদনাকে কাজে লাগিয়ে নিজেদের বিজ্ঞাপন প্রচারে সব সংস্থাই আগ্রহী থাকে। কিন্তু এশিয়া কাপের ক্ষেত্রে তা যেন আগের সমস্ত রেকর্ড ভেঙে দিতে চলেছে। তার কারণ, সাম্প্রতিক সময়ে যেহেতু দুই দেশের মাটিতে ভারত-পাক লড়াই হয় না, ফলে স্টেডিয়ামে ম্যাচ দেখা থেকে বহু মানুষ বঞ্চিত হন। সেক্ষেত্রে টিভি বা বিভিন্ন অ্যাপই ভরসা।

এশিয়া কাপের স্বত্ব রয়েছে সোনি টিভির কাছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, এশিয়া কাপে ভারতের ম্যাচের ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য ১৪-১৬ লক্ষ টাকা হতে পারে। সহকারী-স্পনসরশিপের মূল্য ১৮ কোটি টাকা। সহযোগী স্পনসরশিপে মূল্য ১৩ কোটি টাকা। যদিও উত্তপ্ত পরিস্থিতিতে আদৌ ভারত-পাক ম্যাচ হয় কি না, সেদিকে সবারই নজর থাকবে। সম্প্রতি লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল হয়েছে। সেমিফাইনালে আফ্রিদিদের বিরুদ্ধে নামতে চাননি যুবরাজ সিং, শিখর ধাওয়ানরা। এশিয়া কাপে কী পরিস্থিতি দাঁড়ায়, সেটাই এখন প্রশ্ন।

৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে। তার মধ্যে ফাইনালও আছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ