Advertisement
Advertisement

Breaking News

Kuldeep Yadav

আইপিএল শেষ হতেই শুরু নয়া ইনিংস, ছোটবেলার বান্ধবীর সঙ্গে বাগদান কুলদীপের

চিনে নিন পাত্রীকে।

Indian cricketer Kuldeep Yadav Got Engaged To Childhood Friend Vanshika
Published by: Sulaya Singha
  • Posted:June 4, 2025 7:32 pm
  • Updated:June 4, 2025 7:45 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শেষ। সামনেই ভারতীয় দলের ইংল্যান্ড সফর। আর ঠিক এর মাঝের সময়টাতেই জীবনের নয়া ইনিংস শুরু করলেন কুলদীপ যাদব। ছোটবেলার বান্ধবী বংশীকার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন ভারতীয় স্পিনার।

Advertisement

না, একেবারেই ঢাক-ঢোল পিটিয়ে নয়। জানা গিয়েছে, শুধুমাত্র ঘনিষ্ঠদের উপস্থিতিতে বুধবার ছোট্ট অনুষ্ঠান করেই হল কুলদীপের আংটি বদল। লখনউয়ের বাগদানের আসরে হাজির হয়েছিলেন দুই পরিবারের সদস্য। ছিলেন কুলদীপের সতীর্থ রিঙ্কু সিং এবং উত্তরপ্রদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। অনুষ্ঠানে রিঙ্কুকে দেখে অনেকে বলছেন, তবে হয়তো আইপিএলে ‘চড়’ কাণ্ডের স্মৃতি ভুলে ফের পরস্পরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন তাঁরা। তবে বাগদানে নানা মুহূর্ত এখনও প্রকাশ্যে না এলেও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাত্র-পাত্রীর একটি ছবি। যেখানে ইট রঙের লেহেঙ্গায় সেজেছেন বংশীকা। তসর রঙের শেরওয়ানিতে নজরকাড়া কুলদীপ। এবার নিশ্চয়ই জানতে চাইবেন বংশীকার পরিচয় কী?

উত্তরপ্রদেশের শ্যামনগরের মেয়ে বংশীকা। বর্তমানে এলআইসি-তে কর্মরত বংশীকা নাকি কুলদীপের ছোটবেলার বন্ধু। কুলদীপ কানপুরে থাকাকালীনই তাঁদের আলাপ হয়। এরপর বিভিন্ন পারিবারিক আচার-অনুষ্ঠানেও তাঁদের বহুবার একসঙ্গে দেখা গিয়েছে। এমনিতে নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই ভালোবাসেন কুলদীপ। তাই এত বছর তাঁর প্রেম নিয়ে বিশেষ চর্চা শোনা যায়নি। অনুরাগীদের কার্যত সারপ্রাইজই দিলেন ভারতীয় তারকা। তাঁর পরিবার সূত্রে খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে দেশে ফেরার পর রিসেপশনের আয়োজন করবেন তিনি। সেখানেই আমন্ত্রণ জানানো হবে ভারতীয় দলের বাকি সদস্যদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ