শাহিন আফ্রিদি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিন আফ্রিদির (Shaheen Afridi)মারাত্মক দুটো ডেলিভারি ফিরিয়ে দিয়েছিল রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে। বিশ্বকাপে দেখা হলেই পাকিস্তানের কাছে হার ছিল দস্তুর। দুবাইয়ের সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ইতিহাসের চাকা ঘোরায়। ১০ উইকেটে ম্যাচ জিতেছিল পাকিস্তান।
এবার আমেরিকার মাটিতে প্রথমবার দেখা হচ্ছে দুদলের। তার আগে শাহিন আফ্রিদির সঙ্গে আমেরিকার রাস্তায় দেখা হয় ভারত সমর্থকদের। পাক বোলারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনায় মগ্ন ভারতীয় সমর্থকরা। পাক তারকাকে একাধিক অনুরোধ করে বসেন তাঁরা। সেই সব অনুরোধ শুনে পাক তারকা পর্যন্ত হেসে ফেলেন।
[আরও পড়ুন: রশিদ-ফারুকির দাপটে কিউয়িরা কুপোকাত, বড় ব্যবধানে জিতে সুপার এইটের পথে আফগানিস্তান]
আফ্রিদি ও ভারত সমর্থকদের মধ্যে কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, এক ভারত সমর্থক হাসতে হাসতে আফ্রিদিকে বলছেন, ”আমরা স্পেশাল একটা ম্যাচ দেখতে এখানে এসেছি। ভারতের বিরুদ্ধে একদম ভালো স্পেল করবে না।” ভক্তের এমন অনুরোধ শুনে সবাই হাসতে শুরু করে দেন একযোগে। এখানেই শেষ নয়। আর এক ভক্ত আফ্রিদিকে পরামর্শ দিয়ে বলছেন, ”রোহিত-বিরাটকে বন্ধু মনে কর।” এমন দাবি শুনে আফ্রিদিও হাসতে শুরু করে দেন। তিনি অবশ্য নিজে একটি শব্দও খরচ করেননি। হাসি দিয়েই বুঝিয়ে দিলেন, তিনি উপভোগ করছেন মুহূর্তটি।
মাঠের লড়াই মাঠেই। মাঠের বাইরে হাসিঠাট্টার পরিবেশ। উপভোগ্য এক ম্যাচ দেখতে আমেরিকায় হাজির দুদেশের সমর্থকরা।
Shaheen Afridi with Indian fans in New York 🇵🇰🇮🇳❤️
Our padosis love our Eagle. Lovely to see 🤗
— Farid Khan (@_FaridKhan)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.