সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। ভক্তদের স্বস্তি দিয়ে অবশেষে বাইশ গজে ফিরলেন নাইটরা। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), বলা ভাল অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সেই স্বস্তি কেড়ে নিলেন নিজের দুর্ধর্ষ পারফরম্যান্সের সাহায্যে। হিটম্যানকে আটকাতে পারলেন না কোনও নাইট বোলারই। দলের ১৯৫ রানের মধ্যে রোহিত একাই করলেন ৮০ রান। তাও মাত্র ৫৩ বলে। মারেন তিনটি চার এবং ছ’টি ছয়। শুধু তাই নয়, এর পাশাপাশি গড়লেন দু’টি নতুন রেকর্ডও।
দলের প্রথম ম্যাচ। আর তাই হয়তো টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অধিনায়ক দীনেশ কার্তিক (Dinesh kartik)। এছাড়া প্রথম ম্যাচে হারতে হয়েছিল রোহিতদের। সেই জন্যও হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ডিকে। অধিনায়কের এই সিদ্ধান্তের মর্যাদাও দেন দলের তরুণ পেসার শিবম মাভি। দ্বিতীয় ওভারেই ফেরান কুইন্টন ডি’কককে। কিন্তু এরপর গোটা ইনিংস জুড়েই ‘হিটম্যান’ শো। তাঁকে যোগ্যসঙ্গত দেন পুরনো নাইট সূর্যকুমার যাদব। তিন নম্বরে নামা সূর্যকুমার রানআউট হওয়ার আগে করেন ৪৭ রান। দু’জনে মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৯০ রান। এর মধ্যে মুম্বইয়ের হয়ে সপ্তম খেলোয়াড় হিসেবে ১০০০ রানও পূর্ণ করেন।
তবে মুম্বইয়ের ইনিংসে লাইমলাইট কিন্তু ছিনিয়ে নেন সেই রোহিতই। কামিন্সের এক ওভারে যেমন দু’টি বড় ছয় মারেন। তেমনই রেয়াত করেননি রাসেল–নারিন কোনও বোলারকেই। এর মধ্যে অনবদ্য দু’টি রেকর্ডও গড়েন। RCB অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) অধিনায়ক তথা অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারের (David Warner) রেকর্ড ভাঙেন। আইপিএলে কোনও একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে কোহলি এবং ওয়ার্নারকে টপকে গেলেন রোহিত।
বর্তমানে নাইটদের বিরুদ্ধে রোহিতের সংগ্রহ ৮৯৫ রান। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে, উলটোদিকে শাহরুখের দল থাকলেই জ্বলে ওঠেন রোহিত। এদিনও যাঁর প্রমাণ রাখলেন মুম্বই অধিনায়ক। শেষপর্যন্ত অবশ্য শতরান না করেই প্যাভিলিয়নে ফেরেন রোহিত। রানরেট বাড়াতে গিয়ে শিবম মাভির বলেই আউট হন। এছাড়া এদিন ৩৭তম অর্ধশতরান করে আরও একটি রেকর্ড গড়েন এই মুম্বইকর। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরান করার তালিকায় চার নম্বরে উঠে এলেন তিনি। সামনে শুধু ডেভিড ওয়ার্নার (৪৮), বিরাট কোহলি (৪১), এবং সুরেশ রায়না (৩৯)।শুধু তাই নয়, এদিন টুর্নামেন্টে ২০০টি ছয় মারারও রেকর্ড গড়লেন তিনি।
🚨 Milestone Alert
The HITMAN now has 200* SIXES in the IPL.
— IndianPremierLeague (@IPL)
FIFTY!
Hitman brings up his 37th IPL half-century off 39 deliveries.
Live –
— IndianPremierLeague (@IPL)
See it, Pull it, Rohit
3 Pull shots for a SIX. This is playing his favourite shot and sending them into the stands.
📽️📽️
— IndianPremierLeague (@IPL)
— Mumbai Indians (@mipaltan)
তবে রোহিত আউট হতেই রান তোলার গতি কমে যায় মুম্বইয়ের। যদিও সেক্ষেত্রে কৃতিত্ব কিছুটা রয়েছে KKR বোলারদেরও। শেষদিকে তাঁদের আঁটসাট বোলিং ২০০ রানের গণ্ডি পেরোতে দিল না মুম্বইকে। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯৫ রানে থামে মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস। এদিকে, দলের হয়ে ১৫০ রান করার জন্য এদিন সম্মানিত করা হয় ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ডকে।
The first player to represent us in 150 games 👏👏
Take a bow, Polly 💙
— Mumbai Indians (@mipaltan)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.