সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিকবার নোটবুক সেলিব্রেশন করে শাস্তির কবলে পড়েছেন দিগ্বেশ রাঠি। যদিও ভারতীয় বোর্ডের নজরদারিতেও কিছুতেই কমানো যাচ্ছে না এমন উদযাপন। আর নোটবুক সেলিব্রেশনের ক্ষেত্রে যেন পথদ্রষ্টা খাস দিগ্বেশ। এবার তাঁর দেখাদেখি নোটবুক সেলিব্রেশনে মেতে উঠতে দেখা গেল লখনউ সুপার জায়ান্টস পেসার আকাশ সিংকে।
বৃহস্পতিবার গুজরাট সুপার জায়ান্টস ম্যাচে দিগ্বেশ না থাকলেও তাঁর ট্রেডমার্ক সেলিব্রেশন ছিলই। আকাশ সিংয়ের স্লো ইনসুইংয়ে ছিটকে যায় জস বাটলারের স্টাম্প। আর এরপরেই সাজঘরের দিকে ইঙ্গিত করে নোটবুক সেলিব্রেশন করতে দেখা যায় তাঁকে। উল্লেখ্য, ষষ্ঠ ওভারে শুভমন গিলের শটে রক্তাক্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। যদিও দশম ওভারে ফিরে আসেন। আর ফিরে এসেই কামাল করেন এই বাঁ-হাতি পেসার।
অনেকেই বলছেন দিগ্বেশকে উৎসর্গ করেই এমন সেলিব্রেশন করেছেন আকাশ। কারণ তিনি সাজঘরের দিকে ইশারা করেন। উল্লেখ্য, সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে ঝামেলার কারণে সাসপেন্ড হওয়ায় খেলতে পারেননি দিগ্বেশ। যদিও তিনি না থাকলেও তাঁর সেলিব্রেশন ছিল সমহিমায়। তবে, আকাশের এই সেলিব্রেশনের জন্য বিসিসিআই আপাতত কোনও শাস্তি দেয়নি তাঁকে।
গুজরাট ম্যাচে আকাশ নেন ২৯ রানে ১ উইকেট। লখনউ সুপার জায়ান্টসও জেতে ৩৩ রানে। এই জয়ে সবচেয়ে বড় অবদান ছিল অজি ওপেনার মিচেল মার্শের। তাঁর ৬৪ বলে ১১৭ রানের ইনিংসটাই পার্থক্য গড়ে দেয়। এটিই মার্শের প্রথম আইপিএল সেঞ্চুরি। এই ঝোড়ো শতকের সৌজন্যে এলএসজি ২ উইকেটে ২৩৫ রানের পাহাড়ে পৌঁছয়। জবাবে ২০২ রানে থেমে যায় গুজরাটের ইনিংস। যদিও গুজরাটের শাহরুখ খান ২৯ বলে ৫৭ রান করে একটা মরিয়া চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। ময়ঙ্ক যাদবের বদলি হিসেবে নামা কিউয়ি পেসার উইল ও’রুর্ক ২৭ রানে ৩ উইকেট নিয়ে লখনউয়ের জয়ে অবদান রাখেন। তবে, এই জয়ের পরেও রীতিমতো চর্চায় দিগ্বেশের সেলিব্রেশন।
Akash Singh’s wicket celebration isn’t just about the game—it’s personal. A silent message to Digvesh Rathi after that fiery exchange. 🎯
— Adarsh Dubey (@AdarshCrkt)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.