Advertisement
Advertisement

Breaking News

IPL 2025

ঠগ’স অফ আইপিএল! কোটি কোটি টাকা নিয়েও ‘ধোঁকা’ দেওয়া একাদশ, নেতৃত্বে পন্থ

এই একাদশে রয়েছেন আর কারা?

IPL 2025: Iceland Cricket mocks Rishabh pant as they made Frauds And Scammers Team
Published by: Arpan Das
  • Posted:May 6, 2025 2:53 pm
  • Updated:May 6, 2025 2:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে আইপিএলের প্লে অফে কারা যোগ্যতা অর্জন করবে। ব্যাটে-বলে অসংখ্য অসাধারণ ইনিংসের সাক্ষী থেকেছে ক্রিকেটভক্তরা। আবার দেখেছে, তারাখসার মতো ঝরে পড়তে মহাতারকাদের। কেমন হয়, যদি সেই ব্যর্থ ক্রিকেটারদের একাদশ তৈরি করা যায়? না, আপনাকে কিছু করতে হবে না। ইতিমধ্যে সেই কাজটা করে দিয়েছে আইসল্যান্ড ক্রিকেট। নাম দিয়েছে ‘Frauds and scammers team’। আর তার অধিনায়ক ঋষভ পন্থ।

Advertisement

ক্রিকেটীয় কৌলিন্যে ধারেকাছেও আসে না আইসল্যান্ড। কিন্তু তা বলে মজা করার সুযোগ ছাড়ল না তারা। আইসল্যান্ডের রাজধানী রেকজাভিকের বর্ষামুখর দিনে আর কি করবে, একটা দলই বানিয়ে বসল তারা। সেই দলের যে নাম দিয়েছে, তার অর্থ হতে পারে আইপিএল ২০২৫-র ‘জালিয়াত ও ঠগবাজ একাদশ’। অর্থাৎ প্রচুর টাকা নিয়েও যারা আইপিএলে ব্যর্থ।

সেই তালিকায় রয়েছেন, রাহুল ত্রিপাঠী (সিএসকে), রাচীন রবীন্দ্র (সিএসকে), ঈশান কিষান (সানরাইজার্স), ঋষভ পন্থ (লখনউ), ভেঙ্কটেশ আইয়ার (কেকেআর), গ্লেন ম্যাক্সওয়েল (পাঞ্জাব), লিয়াম লিভিংস্টোন (আরসিবি), দীপক হুডা (সিএসকে), অশ্বিন (সিএসকে), পাথিরানা (সিএসকে), মহম্মদ শামি (সানরাইজার্স)। ইমপ্যাক্ট প্লেয়ার হওয়ারও ‘যোগ্যতা’ নেই- মুকেশ কুমার (দিল্লি)।

ভারতীয় সমর্থকরাও মোটামুটি একমত হবেন এই তালিকার সঙ্গে। তবে ‘ব্যর্থতার’ বদলে যেভাবে ‘জালিয়াত’ বলে কটাক্ষ করা হয়েছে, সেটা অবশ্য বাড়াবাড়ি বলে মনে করছেন অনেকে। এবার একনজরে দেখে নেওয়া যাক, এই একাদশের পারফরম্যান্স।

রাহুল ত্রিপাঠী- ৫ ম্যাচে ৫৫ রান। দাম ৩.৪০ কোটি।
রাচীন রবীন্দ্র- ৮ ম্যাচ ১৯১ রান। দাম ৪ কোটি।
ঈশান কিষাণ- ১১ ম্যাচ ১৯৬ রান। দাম ১১.২৫ কোটি।
ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটরক্ষক)- ১১ ম্যাচ ১২৮ রান, দাম ২৭ কোটি
ভেঙ্কটেশ আইয়ার- ১১ ম্যাচে ১৪২ রান। দাম ২৩.৭৫ কোটি।
গ্লেন ম্যাক্সওয়েল- ৭ ম্যাচ ৪৮ রান। দাম ১৪.০২ কোটি।
লিয়াম লিভিংস্টোন- ৭ ম্যাচে ৮৭ রান। ৮.৭৫ কোটি।
দীপক হুডা- ৬ ম্যাচে ৩১ রান। দাম ১.৭০ কোটি।
রবিচন্দ্রন অশ্বিন- ৭ ম্যাচ ৫ উইকেট। দাম ৯.৭৫ কোটি।
পাথিরানা- ৯ ম্যাচে ১২ উইকেট। দাম ১৩ কোটি।
মহম্মদ শামি- ৯ ম্যাচে ৬ উইকেট। দাম ১০ কোটি।

মুকেশ কুমার- ১০ ম্যাচ ৯ উইকেট। দাম ৮ কোটি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ