সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইপিএলে ষষ্ঠস্থানে শেষ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। সব মিলিয়ে তারা ছ’টি ম্যাচ জিতলেও অভিষেক শর্মা উজ্জ্বল ছিলেন। অভিষেকের এমন ‘সফল মরশুমে’র পর তাঁর বাবা রাজকুমার শর্মা ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংকে।
আসলে অভিষেকের বেড়ে ওঠায় যুবরাজের অবদান অনস্বীকার্য। তিনি বিস্ফোরক ব্যাটিংয়ের বিশেষ তালিম নিয়েছেন যুবির কাছেই। যুবরাজ যেমন বিপক্ষ বোলারদের বিরুদ্ধে জ্বলে উঠতেন, অনেকটা তেমনই হয়েছে তাঁর শিষ্য। বোলারদের রেয়াত করেন না। রাজকুমার শর্মা বলেন, “অভিষেকের সাফল্যে যুবরাজ সিংয়ের বিরাট অবদান। যুবরাজ আমার ছেলের জন্য খুবই খেটেছে। অভিষেকও চেষ্টা চালিয়েছে। ওঁর জন্যই কেরিয়ারে এতটা সফল ছেলে। অভিষেককে নিয়ে আমরা গর্বিত। কঠোর পরিশ্রম ওকে এগিয়ে নিয়ে যাচ্ছে।”
তাছাড়াও তিনি সানরাইজার্সের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন। তাঁর কথায়, “এসআরএইচ খুবই ভালো দল। জানি না, কেন তারা এবছর আরও বেশি ম্যাচ জিততে পারেনি। আইপিএল যখন শুরু হয় তখন ভেবেছিলাম, দারুণ পারফরম্যান্স করবে সানরাইজার্স। তবে, এমন হতেই পারে। আশা করি আগামী বছর আরও ভালো প্রস্তুতি নিয়ে ফিরে আসবে দল। যা যা ঘাটতি আছে, সেগুলিও পূরণ করবে সানরাইজার্স।”
এবছর ১৩ ইনিংসে অভিষেকের রান সংখ্যা ৪৩৯। গড় ৩৩.৭৬। ১৯৩.৩৯ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। ২৪ বছর বয়সি এই ক্রিকেটার দু’টি হাফসেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। পাঞ্জাব কিংস ম্যাচে তাঁর বিস্ফোরক ৫৫ বলে ১৪১ রানের ইনিংসটি এখনও মুখে মুখে ফেরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.