ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা দারুণ যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। টানা সাতটি অ্যাওয়ে ম্যাচ জিতে আইপিএল প্লে অফের দ্বিতীয় স্থানে বিরাট কোহলিরা। ঋষভ পন্থের দুরন্ত সেঞ্চুরিকে ফিকে করে মঙ্গলবার জয় পকেটে পোরে আরসিবি। আর সেই ম্য়াচেই নয়া নজির গড়ে ফেললেন দলের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন জিতেশ শর্মা। টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনিকেও।
মঙ্গলরাতে লখনউ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারায় আরসিবি। যেখানে ৮৫ রানের অনবদ্য ইনিংস খেলেন জিতেশ। আর তাতেই তৈরি হল নতুন রেকর্ড। রান তাড়া করতে নেমে ৬ নম্বরে ব্যাট করে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান করেন তিনি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ধোনি। ২০১৮ সালে আরসিবির বিরুদ্ধে ৩৪ বলে ৭০ রানের নজির গড়েছিলেন ক্যাপ্টেন কুল। তাঁর সেই মাইলস্টোনকেই এবার পিছনে ফেলে দিলেন আরসিবি তারকা। এখানেই শেষ নয়, রান তাড়ার ক্ষেত্রে পঞ্চম উইকেট বা তারও নিচে ব্যাট করতে নেমে জিতেশ শর্মা এবং ময়ঙ্ক আগরওয়াল করেন ১০৭ রান। এর আগে ২০১৬ সালের কোয়ালিফায়ার একে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৯১ রানের পার্টনারশিপ করেছিলেন এবি ডিভিলিয়ার্স এবং ইকবাল আবদুল্লা।
LSG vs RCB Post-Match Video: , !
Virat and Salt set it up beautifully. Mayank had the best seat in the house. Jitesh already said it’s personal this season. Tushara showed how strong our bench is, once again. All that and more is summed…
— Royal Challengers Bengaluru (@RCBTweets)
দীর্ঘ ৯ বছর পর প্লে অফের কোয়ালিয়াফার ১-এ জায়গা করে নিয়েছে বেঙ্গালুরু। যেখানে বিরাটদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। তবে লিগ পর্বের শেষ ম্যাচে জয়ের ফলে প্লে অফের প্রথম ম্যাচ হারলেও কোয়ালিফায়ার টু খেলার সুযোগ পাবে আরসিবি। শেষবার ২০১৬ সালে আরসিবি প্রথম দুয়ে শেষ করেছিল। বস্তুত এর আগে দুবার কোয়ালিফায়ার ১ খেলার সুযোগ পেয়েছে আরসিবি। দু’বারই ফাইনাল খেলেছে তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.