Advertisement
Advertisement

Breaking News

KKR

রাহানেদের জার্সিতে অঞ্জলি-টুম্পার নাম, চেন্নাই ম্যাচে ‘সাহসী রানি’দের কুর্নিশ কেকেআরের

জীবনযুদ্ধে জয়ী ৪০ জন নারীকে সম্মান নাইটদের।

IPL 2025: KKR will wear women's named jersey tribute to 40 'Shahoshi Rani

ছবি: নাইট রাইডার্স সোশাল মিডিয়া।

Published by: Arpan Das
  • Posted:May 7, 2025 4:42 pm
  • Updated:May 7, 2025 4:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে একশোতম ম্যাচ খেলতে নামছে কেকেআর। সেখানে সামনে ধোনির চেন্নাই সুপার কিংস। প্লে অফে উঠতে এই ম্যাচ জিততেই হবে নাইটদের। চলতি আইপিএলের লিগ পর্যায়ে এটাই নাইটদের শেষ ঘরের ম্যাচ। মরণবাঁচন ম্যাচে অভিনব পদক্ষেপ কেকেআরের। জীবনযুদ্ধে জয়ী ৪০ জন নারীকে সম্মান জানাবেন রাহানে-রাসেলরা। তাই নিজেদের নামে নয়, ওই নারীদের নামের জার্সি পরে মাঠে নামবে কেকেআর।

Advertisement

মঙ্গলবার নাইটদের প্র্যাকটিসেও দেখা যায়, কারওর নামের পিছনে চন্দনা, কারও-বা টুম্পা, অঞ্জলি। তখন কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। এদিন বিষয়টির ব্যাখ্যা দিয়ে দীর্ঘ পোস্ট করে নাইট রাইডার্স। এই ৪০ জন নারীকে কেকেআর বলছে ‘সাহসী রানি’। নাইটদের পোস্টে জানানো হয়েছে, ‘মাঠ থেকে হৃদয়ে। আমাদের সাহসী রানিদের সম্মান জানাই। আমরা সব সময় বিশ্বাস করি, ক্রিকেট শুধু খেলা নয়, তার থেকেও বেশি। এটা এমন একটা মঞ্চ, যেখানে গল্প বলা হয়, আগুন ছোটে আর সত্যিকারের হিরোদের সম্মান জানানো হয়।’

তারপর তারা লিখেছে, ‘সিএসকে ম্যাচের আগে আমরা ৪০ জন সাহসী রানিকে স্বাগত জানাই। যারা সাহস ও অধ্যবসায়ের সঙ্গে জীবনের কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছে। আমাদের সহ-কর্ণধারের সঙ্গে নিজেদের জীবনের গল্পগুলো ভাগ করে নিয়েছে। তাঁদের সম্মান জানানোর জন্য আমাদের প্লেয়াররা সাহসী রানির লোগো পরে মাঠে নামবে। প্রতিটি জার্সিতে এই সাহসী নারীদের নাম থাকবে।’

ঐতিহাসিক ম্যাচে এই পদক্ষেপ নিয়ে কেকেআরের তরফ থেকে লেখা হয়েছে, ‘এই পদক্ষেপের মাধ্যমে আমরা মনে করিয়ে দিতে চাই, শুধু মাঠের মধ্যেই শক্তি সীমাবদ্ধ নয়। যারা প্রত্যেকদিন লড়াই করে, যারা বাধাবিপত্তির মধ্যে লড়ে, তাদের হৃদয়েই আসল শক্তি।’ কেকেআরও কি পারবে বাধাবিপত্তি পার করে প্লে অফে যোগ্যতা অর্জন করতে?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ