সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের লিগ পর্যায়ের অর্ধেকের বেশি সমাপ্ত। দিন কয়েক আগেও প্লে অফের দৌড়ে ছবিটা যেরকম ছিল, তা আচমকা কিছুটা বদলে গিয়েছে। বিশেষ করে গুজরাট আর দিল্লি যেখানে প্রথম থেকেই ‘ফার্স্ট বয়’ বা ‘সেকেন্ড বয়’ ছিল, সেই অবস্থা এখন আর নেই। কামব্যাক করে দ্বিতীয় স্থানে ঢুকে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আবার দিল্লির বিরুদ্ধে জিতে প্লে অফের লড়াইয়ে ভেসে রয়েছে কেকেআর। প্লে অফের দৌড়ে কোথায় দাঁড়িয়ে কোন দল?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ব্যাগে ১৪ পয়েন্ট। প্লে অফের দরজা মোটামুটি খোলাই রজত পাতিদারের দলের। হাতে এখনও চারটি ম্যাচ। আর একটি ম্যাচ জিতলে প্লে অফ নিশ্চিত হয়ে যেতে পারে আরসিবি’র জন্য। আর আগুনে ফর্মেও আছেন কোহলিরা।
মুম্বই ইন্ডিয়ান্স: শুরুটা ভালো হয়নি হার্দিক পাণ্ডিয়ার দলের। সেখান থেকে মুম্বই-সুলভ কামব্যাক করেছে তারা। টানা পাঁচটি ম্যাচ জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রোহিতরা। ১০ ম্যাচে ১২ পয়েন্ট তাঁদের। দুটো জয় পেলে প্লে অফে চলে যাবে তারা। একটি জয় পেলেও রান রেটের হিসেবে লড়াইয়ে থাকবে মুম্বই।
গুজরাট টাইটান্স: ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শুভমান গিলের দল। হাতে যেহেতু পাঁচটি ম্যাচ আছে, তাই প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে তারা। তাছাড়া সাই সুদর্শন-জস বাটলাররা যে ফর্মে আছেন, তাতে কাজটা অসম্ভব মনে হচ্ছে না। অন্তত দুটি ম্যাচ জিতলেই প্রথম চার নিশ্চিত হয়ে যেতে পারে তাদের।
দিল্লি ক্যাপিটালস: প্রথম চারটি ম্যাচে অপরাজিত ছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু শেষ ছয় ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে। মঙ্গলবার নাইটদের কাছে হেরে আরও খানিকটা চাপ বেড়েছে। এই মুহূর্তে অক্ষর প্যাটেলরা রয়েছেন চতুর্থ স্থানে। ১০ ম্যাচে ১২ পয়েন্ট তাঁদের। সেক্ষেত্রে বাকি চার ম্যাচের মধ্যে দুটিতে জিতলে প্লে অফ নিশ্চিত হয়ে যেতে পারে।
পাঞ্জাব কিংস: ৯ ম্যাচে ১১ পয়েন্ট পাঞ্জাব কিংসের। নাইটদের বিরুদ্ধে বৃষ্টির জন্য ম্যাচ বাতিল হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়েছে। এই পরিস্থিতিতে শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিততে হবে। দুটি জিতলেও সম্ভাবনা থাকবে। তবে প্রথম চারটি দলের থেকে নেট রাটরেটে (+০.১৮) কিছুটা পিছিয়ে শ্রেয়স আইয়ারের দল।
লখনউ সুপার জায়ান্টস: আইপিএলে লখনউ সুপার জায়ান্টসকে ভোগাচ্ছে ধারাবাহিকতার অভাব। তাছাড়া ফর্মে নেই অধিনায়ক ঋষভ পন্থ। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লখনউ। শেষ চার ম্যাচে অন্তত তিনটি জিততেই হবে। নেট রানরেটও যথেষ্ট কম (-০.৩২৫)। পরের তিনটি ম্যাচ পাঞ্জাব, আরসিবি, লখনউয়ের বিরুদ্ধে। ফলে কাজটি বেশি কঠিন।
কলকাতা নাইট রাইডার্স: গতবারের চ্যাম্পিয়ন দল কেকেআর প্লে অফের দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে। ১০ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট। পরের চারটি ম্যাচের চারটি জিততেই হবে। একটি হারলেই লড়াই থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা। দিল্লির বিরুদ্ধে যে অক্সিজেন পেয়েছে, সেটা কাজে লাগাতে হবে রাহানেদের।
রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদের পয়েন্ট ৬ পয়েন্ট। দু’দলেরই সম্ভাবনা নেই বললেই চলে। চেন্নাইয়ের পয়েন্ট ৯ ম্যাচে ৪। টানা পাঁচটি ম্যাচ জিতলেও প্লে অফে পৌঁছনো কার্যত অসম্ভব তাদের জন্য।
IPL 2025 POINTS TABLE. 📈
– RCB remains at the Top. 🔥
— Mufaddal Vohra (@mufaddal_vohra)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.