Advertisement
Advertisement

Breaking News

IPL 2025

যুদ্ধ আবহেই আইপিএলের দ্বিতীয় দফার সূচি চূড়ান্ত বোর্ডের, ভেন্যু মাত্র তিনটি! শুরু কবে?

এখনও আইপিএলে ১২টি লিগ পর্যায়ের ম্যাচ বাকি।

IPL 2025: Report says BCCI To Send Revised schedule tonight and there is a date of restart

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:May 11, 2025 4:20 pm
  • Updated:May 11, 2025 4:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘর্ষের আবহে এক সপ্তাহের জন্য আইপিএল বন্ধ রাখা হয়েছিল। যদিও ফের আইপিএল শুরুর পরিকল্পনা প্রস্তুত বোর্ড। মোটামুটি তার দিনক্ষণও ঠিক হয়ে রয়েছে। তবে ম্যাচের ভেন্যু নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে বোর্ডের। আর রবিবার রাতেই নতুন সূচি ফ্র্যাঞ্চাইজির কাছে পৌঁছে যেতে পারে।

Advertisement

খুব স্বাভাবিকভাবেই আইপিএল শুরু হলে বেশ কিছু পরিবর্তন করতে হবে। এখনও আইপিএলে বাকি ১২টি লিগ পর্যায়ের ম্যাচ, চারটি প্লে অফ ম্যাচ-সহ ফাইনাল। জানা যাচ্ছে, নতুন সূচিতে মাত্র তিনটি ভেন্যুতে সব ম্যাচগুলি করা হতে পারে। সেই তিনটি জায়গা হল বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদ। পাকিস্তান সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা থেকে অনেকটাই দূরে শহরগুলি। গ্রুপ স্টেজের ম্যাচগুলিই এখানে হবে। ফাইনাল হওয়ার আছে ইডেনে। সেই ভেন্যু এখনও পর্যন্ত বদলানোর কোনও খবর নেই।

কিন্তু কবে শুরু হবে আইপিএল? এক সপ্তাহের বিরতি মেনেই আগামী শনিবার অর্থাৎ ১৭ তারিখ এই টুর্নামেন্ট শুরু হতে পারে। সেক্ষেত্রে ফাইনাল হবে ৩০ মে। যেটা হওয়ার কথা ছিল ২৫ মে। আর আজই এই নতুন সূচি ফ্র্যাঞ্চাইজিদের কাছে পৌঁছে দেওয়া হতে পারে। ইতিমধ্যে অধিকাংশ বিদেশি ক্রিকেটারই দেশে ফিরে গিয়েছে। মঙ্গলবারের মধ্যে তাঁদের ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।

বোর্ডের এক সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “আইপিএল এক সপ্তাহ বন্ধ ছিল। একটা সম্ভাবনা আছে যে, ২৫ মের বদলে ৩০ মে ফাইনাল হবে। কয়েকটি নির্দিষ্ট ভেন্যুতে আইপিএল হবে। আজ রাতেই সব দলকে সূচি পাঠিয়ে দেওয়া হবে।” ধরমশালায় ব্ল্যাক আউটের কারণে পরিত্যক্ত হওয়া পাঞ্জাব-দিল্লি ম্যাচ দিয়েই শুরু হতে পারে অষ্টাদশ আইপিএলের দ্বিতীয় দফা। বিসিসিআই সূত্রে খবর, দলগুলিকে ইতিমধ্যেই তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ