Advertisement
Advertisement

Breaking News

IPL Auction

পাঁচ তারকাকে ছাঁটাইয়ের পথে সিএসকে, ফের নিলামে স্টার্ক-সহ একাধিক পেসার, শুরু জল্পনা

১৫ নভেম্বরের মধ্যে ক্রিকেটারদের রিটেনশন তালিকা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে।

IPL Auction 2025: CSK To Release 5 Players Including Ex-IPL Winner
Published by: Subhajit Mandal
  • Posted:October 10, 2025 9:23 pm
  • Updated:October 10, 2025 9:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য এশিয়া কাপ শেষ হয়েছে। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলছে ভারতের। সামনে আবার রোহিত শর্মা-বিরাট কোহলিদের কামব্যাক সিরিজ। এসবের মধ্যেই শিরোনামে চলে এসেছে আইপিএল। কারণ, প্রকাশ্যে চলে এসেছে আইপিএলের নিলামের দিনক্ষণ। কত দিনের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে রিটেনশনের তালিকা দিতে হবে সেটাও জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই কোন দল কাকে রিটেন করবে সেসব নিয়ে জল্পনাও শুরু হয়ে গিয়েছে ক্রিকেট মহলে।

Advertisement

সূত্রের খবর, ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে মিনি নিলাম। তার আগে কোন ক্রিকেটারদের ধরে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলি, তা জানাতে হবে ১৫ নভেম্বরের মধ্যে। জানা গিয়েছে, এবারের নিলাম ভারতেই হতে পারে। এই মুহূর্তে চেন্নাই সুপার কিংস ছাড়া অন্যান্য দলগুলিতে বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। এবারের আইপিএলে সবচেয়ে বড় বদল হওয়ার সম্ভাবনা সিএসকে’তে। গত আইপিএলে সবার নিচে শেষ করেছিল মহেন্দ্র সিং ধোনির দল। সেই কারণে আসন্ন মরশুমে ভালো ফল করতে বদ্ধপরিকর চেন্নাই। জানা গিয়েছে, রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, স্যাম কুরান, ডেভিড কনওয়েকে এবং বিজয় শংকরকে ছেড়ে দিতে পারে তারা।

চমকপ্রদভাবে এবারের নিলামে ফের দেখা যেতে পারে একাধিক প্রথম সারির পেসারকে। দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিতে পারে বিশ্বের অন্যতম সেরা পেসার মিচেল স্টার্ককে। গত বছর পৌনে ১১ কোটিতে তাঁকে কিনেছিল দিল্লি। তবে পারফরম্যান্স আহামরি কিছু ছিল না। আবার অফ ফর্মে থাকা টি নটরাজনকেও ছাড়তে পারে দিল্লি। শুধু এরা দুজন নন। একাধিক প্রথম সারির ভারতীয় তারকা এবারে নিলামে আসতে পারেন। শোনা যাচ্ছে, সানরাইজার্স হায়দরাবাদ এবার ছেড়ে দিতে পারে মহম্মদ শামিকে। আবার লখনউ সুপার জায়ান্ট মায়াঙ্ক যাদব, আকাশদীপদের মতো পেসারকে ছেড়ে দিতে পারে। লখনউ ছাড়তে পারে ডেভিড মিলারকেও। রাজস্থান রয়্যালস শেষপর্যন্ত সঞ্জু স্যামসনকে ছাড়বে কিনা সেটা স্পষ্ট নয়।

এদিকে কেকেআর নিলামের আগে কাকে ছাড়ে সেদিকে নজর রয়েছে। সবচেয়ে নজর থাকবে নাইটরা ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে কী ভাবছে সেদিকে। গত বছর রেকর্ড অঙ্কে সই করিয়ে যাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল, তাঁকে কি এবার ছেড়ে দেওয়া হবে?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ