ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল বলের ক্রিকেটে এবার অবসরের পথে হাঁটছেন বিরাট কোহলি। যা নিয়ে এখন সরগরম ক্রিকেট মহল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুসারে, কোহলি ইতিমধ্যেই বোর্ডকে অবসর বার্তা জানিয়ে দিয়েছেন। এমনকী, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই কোহলি টেস্ট থেকে অবসর নিতে চান বলে খবর। এই আবহে শোনা যাচ্ছে, কোহলি নাকি অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন একাধিকবার সতীর্থদের মনে করিয়ে দিয়েছিলেন, তাঁর টেস্ট কেরিয়ার খুব শীঘ্র ‘অবসান’ হতে চলেছে। যদিও এও শোনা যাচ্ছে, নেতৃত্ব ফিরে না পাওয়ার হতাশা থেকেই নাকি টেস্টে অবসরের পথে কোহলি।
কোহলি যখন সতীর্থদের অবসরের কথা বলেন, সেই সময় প্রায় কেউই গুরুত্ব দেননি। অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো মজা করছেন। অজি সফরে টিম ইন্ডিয়াকে ১-৩ ব্যবধানে পরাস্ত হতে হয়েছিল। বিরাট কোহলির কাছেও প্রথম ম্যাচে সেঞ্চুরি ছাড়া বলার মতো কিছু ছিল না। ৯ ইনিংসে মাত্র ১৯০ রান সংগ্রহ করেছিলেন তিনি। অর্থাৎ বলাই চলে, প্রত্যাশা পূরণ করতে পারেননি বিরাট। ওয়াকিবহাল মহলের ধারণা, হয়তো ‘হতাশা’ থেকেই টেস্ট ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন তিনি।
এরপর শুরু হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্ট চ্যাম্পিয়নও হয় টিম ইন্ডিয়া। সেই কারণে কোহলির অবসর প্রসঙ্গ কোথাও যেন চাপা পড়ে যায়। তবে এখন শোনা যাচ্ছে, কোহলি ইতিমধ্যেই ভারতীয় বোর্ডকে জানিয়েছেন তাঁর লাল বলের ক্রিকেটে অবসর নেওয়ার কথা। যা শুনে বোর্ডের অনেকেই নাকি ‘অবাক’। কারণ নির্বাচকরা ইংল্যান্ড সফরের জন্য কোহলিকে পরিকল্পনায় রেখেছিলেন।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় ক্রিকেটের স্বার্থে কোহলিকে ইংল্যান্ড সফরে দেখতে আগ্রহী। এই পরিস্থিতিতে বিসিসিআই ইতিমধ্যেই কোহলিকে বলেছে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। সেই কারণেই বল এখন কোহলির কোর্টে বলে মনে হচ্ছে। তবে এক্ষেত্রে আরও একটি তথ্য উঠে আসছে। কোহলি নাকি আরও একবার টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। যদিও বিসিসিআই তাতে সায় দেয়নি। কারণ ভারতীয় বোর্ডের লক্ষ্য, ভবিষ্যতের কথা ভেবে তরুণ কোনও ক্রিকেটারের হাতে ক্যাপ্টেনসি ব্যাটন তুলে দেওয়া। এই তালিকায় সবার উপরে রয়েছে শুভমান গিলের নাম।
সেই কারণে নিছকই ফর্মের জন্য বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চাইছেন, এমন আপাত সরল ভাবনা হয়তো সঠিক নয়। কারণ হিসেবে অন্দরমহলের কথাও উঠে আসছে। কিন্তু অনেকেরই ধারণা, ক্রিকেটের এই পর্যায়ে এসে কেবল নেতৃত্ব না পাওয়ার হতাশায় টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পাত্র তিনি নন। লাল বলের ক্রিকেটে এখনই তাঁকে চার নম্বরে দেখতে না পাওয়া গেলে টিম ইন্ডিয়া যে সমস্যায় পড়বে, তা ধরেই নেওয়া যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.