Advertisement
Advertisement

Breaking News

Jasprit Bumrah

‘আমার ছবি তুলতে তো আসোনি’, পাপারাজ্জিদের দেখেই চটলেন বুমরাহ, পেসারের নিশানায় কে?

অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে।

Jasprit Bumrah lost cool at paparazzi in airport

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:October 16, 2025 4:08 pm
  • Updated:October 16, 2025 7:55 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে হোক বা মাঠের বাইরে, তাঁকে শান্ত মেজাজেই দেখা যায়। কিন্তু টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগে আচমকাই ক্ষোভে ফেটে পড়লেন সেই জশপ্রীত বুমরাহ। মেজাজ হারিয়ে পাপারাজ্জিদের তীব্র ভর্ৎসনাও করেন তারকা পেসার। তাঁর মেজাজ হারানোর ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল্লি ছাড়ার পরেই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে।

Advertisement

বিমানবন্দরে ক্রিকেটারদের দেখেই ছবিশিকারীদের ভিড় জমানো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাদের দেখে বুমরাহর এহেন মেজাজ হারানো বেশ বিরল। ভাইরাল ভিডিওটি মুম্বই বিমানবন্দরের। সেখানে দেখা যাচ্ছে, বুমরাহ বিমানবন্দর ছেড়ে বেরিয়ে আসছেন। সেসময়েই তারকা পেসারকে ঘিরে ধরেন ছবিশিকারীরা। সেই দেখেই মেজাজ হারান বুমরাহ। পাপারাজ্জিদের বলেন, “কেন এখানে এসেছ তোমরা? আমি তো তোমাদের ডাকিনি।”

এরপরেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বুমরাহ। সাফ বলেন, “তোমরা তো আমার জন্য এখানে আসোনি। অন্য কারোওর জন্য এসেছ। যাদের জন্য এসেছ, তারা পিছনে আসছে।” তবে একথা বলে তিনি কাকে ইঙ্গিত করেছেন তা অজানা। উল্লেখ্য, বুমরাহর এই মন্তব্যকে সত্যি প্রমাণিত করে পাপারাজ্জিরা বলে ওঠেন, “আরে বুমরাহ ভাই, আপনি তো আমাদের দিওয়ালির বোনাস।” অর্থাৎ অন্য কারোওর জন্যই বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন পাপারাজ্জিরা। কিন্তু সেই অন্য কেউ আসলে কে, তা স্পষ্ট নয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছে ভারতীয় দল। কিন্তু ওই ওয়ানডে সিরিজে বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও বিমান বিভ্রাটের জেরে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর পারথে পৌছলেন টিম ইন্ডিয়ার তারকারা। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার পারথে পৌছে যাওয়ার কথা ছিল বুধবার রাতের দিকে। কিন্তু সেটা পৌঁছতে পৌঁছতে বৃহস্পতিবার ভোর হয়ে যায়। অজিভূমে ওয়ানডে’তে প্রথমবার টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে দেখা যাবে শুভমান গিলকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ