সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখনউ সুপার জায়ান্টসে নতুন দায়িত্বে কেন উইলিয়ামসন। আগামী মরশুমের আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। কোটি কোটি টাকা খরচ করে ঋষভ পন্থের মতো তারকাকে নিয়েও গত দুই মরশুমে ব্যর্থ হয়েছে দল। আসন্ন লিগে হাল ফেরাতে মরিয়া ফ্র্যাঞ্চাইজিটি। সেই কারণে কিউয়ি তারকাকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার বা কৌশলগত পরামর্শদাতা হিসাবে নিযুক্ত করল এলএসজি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় এই খবরটি নিশ্চিত করেছে লখনউ। অন্যদিকে, স্পিন বোলিং কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অফ স্পিনার কার্ল ক্রোকে। উল্লেখ্য, এলএসজি’র হেডকোচ জাস্টিন ল্যাঙ্গার এবং পেস বোলিং কোচ ভরত অরুণ। উইলিয়ামসন আগেও লখনউ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। এসএ-২০’তে ডারবানস সুপার জায়ান্টস দলের হয়ে খেলেছেন উইলিয়ামসন।
প্রশ্ন হল, এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি প্রাক্তন কিউয়ি অধিনায়ক। তাহলে কীভাবে তিনি নতুন ভূমিকায় দায়িত্ব পালন করবেন? আরও প্রশ্ন হল, ব্যাটার হিসাবেও কি তাঁর আইপিএল যাত্রা শেষ? গত মরশুমে আইপিএলে দল পাননি তিনি। কাজ করেছেন টিভি বিশেষজ্ঞ হিসাবে। শেষবার তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে, ভারতের বিপক্ষে। এরপর নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে ক্যাজুয়াল চুক্তি চলছে তাঁর। জাতীয় দলে তিনি নিয়মিতভাবে খেলবেন না বলে মনে করা হচ্ছে। সেই কারণে লখনউ সুপার জায়ান্টসে বিশেষ দায়িত্ব সামলাতে কোনও অসুবিধা হওয়ার কথা নয় তাঁর।
মাত্র এক মরশুম পরেই জাহির খানের সঙ্গে গাঁটছড়া শেষ হয়ে গিয়েছে লখনউ সুপার জায়ান্টসের। গত আইপিএলে ব্যর্থ হওয়ার পরে মেন্টর হিসাবে প্রাক্তন পেসারকে দলে নেন সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু একবছরের মধ্যেই জাহিরকে নিয়ে মোহভঙ্গ হয় এলএসজি ম্যানেজমেন্টের। তাছাড়াও ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে নিয়েও সাফল্য আসেনি লখনউয়ে। তাই এবার বিশেষ পদ তৈরি করে উইলিয়ামসনকে নিয়ে এলেন গোয়েঙ্কা।
উইলিয়ামসনকে দলে স্বাগত জানাল লখনউ। এলএসজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সুপার জায়ান্টস পরিবারের একজন অংশ উইলিয়ামসন। এলএসজির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসাবে নতুন ভূমিকায় তাঁকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। তাঁর অভিজ্ঞতা খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।’
অন্যদিকে উইলিয়ামসন বলেন, “এলএসজিতে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। এই দলে দারুণ সব প্রতিভা রয়েছে। কোচেরাও অসাধারণ। তাঁদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে। সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। এখানে যুক্ত হতে পারাটা সব সময়েই বিশেষ কিছু।” উল্লেখ্য, গত দু’টি মরশুম ভালো কাটেনি এলএসজি’র। ২০২২ ও ২০২৩ মরশুমে চতুর্থ হলেও পরের দুই আসরে সপ্তম স্থানে শেষ করে লখনউ। এখন দেখার, উইলিয়ামসনের অন্তর্ভুক্তিতে এলএসজি’র ভাগ্য ফেরে কি না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.