ফাইল ছবি।
আলাপন সাহা: মেন্টর হিসাবে দায়িত্ব নিয়েই কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন। কিন্তু সেই গৌতম গম্ভীরকে নিয়ে এখন কোনও আলোচনাতেই রাজি নয় কেকেআর শিবির। আইপিএল শুরুর আগে সাংবাদিক সম্মেলনে গম্ভীর নিয়ে প্রশ্ন উঠতেই কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত স্পষ্ট জানিয়ে দিলেন, এই নিয়ে কোনও আলোচনা নয়। বরং বর্তমান পরিস্থিতি নিয়েই যেন প্রশ্ন করা হয়।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন কেকেআর ম্যানেজমেন্ট। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ছাড়াও সেখানে হাজির ছিলেন নতুন মেন্টর ডোয়েন ব্র্যাভো, অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। সেখানেই ভেঙ্কিকে প্রশ্ন করা হয়, গতবার দলকে চ্যাম্পিয়ন করা মেন্টর গম্ভীরকে মিস করবেন? কিন্তু নাইট সহ-অধিনায়ক কিছু বলার আগেই তাঁর হাত থেকে মাইক নিয়ে নেন পণ্ডিত।
কেকেআর কোচ বলেন, “দয়া করে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করুন। এমন কিছু প্রশ্ন করবেন না যাতে অস্বস্তি বাড়বে। সকলকে স্বাভাবিক রাখার চেষ্টা করুন।” অর্থাৎ, ‘প্রাক্তন’ হয়ে যাওয়া গম্ভীরকে নিয়ে আলোচনা করতে নারাজ পণ্ডিত। যদিও একান্ত সাক্ষাৎকারে ভেঙ্কি জানিয়েছিলেন, “জিজি স্যরকে (গম্ভীরকে যে নামে ডাকা হয়) মিস করব আমি। অভিষেক নায়ার সারকেও করব। তবে টিমে ডিজে ব্র্যাভো (ডোয়েন ব্র্যাভো) এসেছে মেন্টর হিসেবে। যে যথেষ্ট যোগ্য।”
অন্যদিকে, মেগা অকশনের পর থেকেই আলোচনা চলছে ভেঙ্কটেশ আইয়ারের আকাশছোঁয়া দাম নিয়ে। তবে কেকেআর অধিনায়ক রাহানের মতে, “এতখানি দাম পাওয়ার যোগ্যতা রয়েছে ভেঙ্কির। গত কয়েকবছর ধরে দলের হয়ে প্রচুর অবদান রেখেছে ও। তাই এতটা দাম ওর প্রাপ্য।” রাজ্য দলের হয়ে টি-২০তে ওপেন করেন ভেঙ্কটেশ। কিন্তু আইপিএলে একাধিক পজিশনে খেলতে দেখা গিয়েছে তাঁকে। শেষ পর্যন্ত কোথায় ব্যাট করবেন? ভেঙ্কটেশের জবাব, এখনও এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি। আপাতত দলের সঙ্গে অনুশীলনে মন দিতে চান কেকেআর সহ-অধিনায়ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.