Advertisement
Advertisement

Breaking News

KL Rahul

রাহুলের পর রেকর্ড গড়া সেঞ্চুরি পন্থের, ইংল্যান্ডের বিরুদ্ধে লিডসে ‘লিডার’ ভারত

পরপর দুই ইনিংসে সেঞ্চুরি পন্থের।

KL Rahul and Rishabh Pant scores century for India Cricket Team against England
Published by: Arpan Das
  • Posted:June 23, 2025 7:14 pm
  • Updated:June 23, 2025 8:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কামাল লা-জবাব রাহুল। হিন্দিতে ধারাভাষ্য দেওয়ার সময় অনেক ক্ষেত্রে কেএল রাহুলকে এইভাবে সম্বোধন করা হয়। কেন করা হয়, কিংবা তিনি কীভাবে ‘কামাল’ করতে পারেন, সেটা দেখিয়ে দিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন তিনি। ঠান্ডা মাথা, নিপুণ টেকনিক ও প্রতিভার সঠিক মিশ্রণ করলে ঠিক কী হয়, তা লিডসে প্রমাণ দিলেন রাহুল।

Advertisement

আরেকজনও আছেন। তিনি ঋষভ পন্থ। টেকনিক, টেস্টের মানসিকতা নিয়ে কথা শুনতে হয়। তাঁর ব্যাটিং স্টাইল নাকি ‘অদ্ভুত’, ‘অসুন্দর’, টেস্টের সঙ্গে মানানসই নয়। কিন্তু তাতে যদি সেঞ্চুরি আসে, লাভ তো দেশেরই। মাত্র ১৩০ বলে সেঞ্চুরি হাঁকালেন। প্রথম ইনিংসেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কেরিয়ারের অষ্টম সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসেও ইংরেজদের শাসন করলেন ভারতের সহ-অধিনায়ক।

কথায় বলে ‘স্লো অ্যান্ড স্টেডি, অলওয়েজ উইনস দ্য রেস’। রাহুলের ক্ষেত্রে দুটি অভিযোগ প্রায়ই ওঠে, তিনি প্রয়োজনের থেকে বেশি স্লো। আবার ভালো শুরু করেও স্থিরতা বজায় রাখতে পারেন না। আইপিএলে প্রথম কলঙ্কটি ঘুচিয়েছেন। লিডসে প্রথম ইনিংসে ৪২ রান করে আউট হয়ে যান। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই ভুলটা আর করেননি। ২০২ বলে কেরিয়ারের নবম সেঞ্চুরি করেন রাহুল।

অন্যদিকে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন পন্থ। বিশ্বের দ্বিতীয় উইকেটকিপার হিসেবে পরপর দুটো ইনিংসে ১০০ করার রেকর্ড ঋষভ পন্থের। এর আগে ১৯৯৫ সালে জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। পন্থ প্রথম ভারতীয় ব্যাটার, যিনি ইংল্যান্ডে দুই ইনিংসে সেঞ্চুরি করলেন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ