Advertisement
Advertisement

Breaking News

Champions Trophy

প্রথম একাদশে জায়গা টলমল! তবু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সিরিজ থেকে ‘ছুটি’ রাহুলের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান বলে নির্বাচকদের জানিয়েছেন রাহুল।

KL Rahul opts out of England series before Champions Trophy

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 10, 2025 2:09 pm
  • Updated:January 10, 2025 2:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাঁর জায়গা মোটেই নিশ্চিত নয়। তা সত্ত্বেও ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ থেকে সরে দাঁড়াতে চাইলেন কে এল রাহুল। নির্বাচকদের জানিয়ে দিয়েছেন, এই সিরিজে খেলতে চান না তিনি। উল্লেখ্য, মেগা টুর্নামেন্টের আগে ইংল্যান্ড সিরিজেই প্রস্তুতি নিতে চলেছে ভারত। সেই সিরিজে না খেলে কি নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন রাহুল?

Advertisement

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। আগামী ২২ জানুয়ারি থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন সূর্যকুমার যাদবরা। তারপর ৬ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুটো সিরিজ থেকেই সরে দাঁড়াতে চেয়েছেন রাহুল। তবে নির্বাচকদের জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান তিনি। উল্লেখ্য, চলতি মাসেই বাবা হতে চলেছেন রাহুল। সম্ভবত সেই কারণেই হয়তো ছুটি চেয়েছেন তারকা ক্রিকেটার।

উল্লেখ্য, সদ্যসমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে বেশ ভালো ছন্দে ছিলেন রাহুল। ওপেন করতে নেমে রান পেয়েছেন। কিন্তু ক্রিকেটমহলের মতে, টেস্টে ভালো খেললেও ওয়ানডে দলে রাহুলের জায়গা মোটেও নিশ্চিত নয়। গাড়ি দুর্ঘটনা থেকে সেরে উঠে বেশ ভালো ছন্দে রয়েছেন ঋষভ পন্থ। এমনকি সঞ্জু স্যামসনকে দলে রাখা নিয়েও ভাবনাচিন্তা করছেন নির্বাচকরা। ইংল্যান্ড সিরিজে দুজনেই খেলতে পারেন বলে শোনা যাচ্ছে। দুজনেই যদি ভালো পারফর্ম করেন তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাহুলের সুযোগ পাওয়া কঠিন হতে পারে।

প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ভারত। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ভারত-পাক মহারণ ২৩ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। ভারত সেমিফাইনাল ও ফাইনালে উঠলে সেই ম্যাচগুলোও হবে দুবাইয়েই। সম্ভবত দুবাইয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ