ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র ক’টা দিন। তারপরেই শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে প্রস্তুতিতে মগ্ন ভারতীয় ‘এ’ দল। সেই দলে রয়েছেন কেএল রাহুল। তিনি নিজেকে ভালোভাবে ঝালিয়ে নেওয়ার জন্য বোর্ডকে অনুরোধ জানিয়ে তড়িঘড়ি ইংল্যান্ডে গিয়েছিলেন। আর যে কাজে গিয়েছিলেন, তাতে পুরোপুরি সফল।
শুক্রবার ইংল্যান্ড লায়ন্সের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই যশস্বী জয়সওয়ালের (১৭) উইকেট হারায় ভারত। যদিও এদিন ওপেন করতে নামা কেএল রাহুল নিজের লক্ষ্যে ছিলেন অবিচল। কোনওভাবেই তাঁকে টলাতে পারেননি ইংল্যান্ড লায়ন্সের বোলাররা। ধৈর্যের পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে সেঞ্চুরি হাঁকান তিনি। তিনি করেন ১১৬ রান।
রাহুল ছাড়াও এদিনও রান পেয়েছেন প্রথম ওয়ার্ম আপ ম্যাচের ‘হিরো’ করুণ নায়ার (৪০)। ধ্রুব জুড়েল ভালো খেলতে খেলতে ৫২ রানের মাথায় সাজঘরে ফেরেন। রান পাননি বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ (১১)। দিনের শেষে ভারতীয় এ দলের রান ৭ উইকেট ৩১৯।
২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। তার আগে নিজেকে যাচাই করে নেওয়ার পরীক্ষায় এক্কেবারে একশোয় একশো পেলেন কেএল রাহুল।
– Hundred in IPL on 18th May.
– Hundred for India A on 6th June.Class KL Rahul is the Most Versatile Batter in the World currently – WHAT A PLAYER. 🫡🙌
— Tanuj (@ImTanujSingh)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.