সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ১২টি উইকেট পেয়েছিলেন। সেই দুরন্ত পারফরম্যান্সে ভর করে কেরিয়ারের সেরা টেস্ট র্যাঙ্কিংয়ে উঠে এলেন কুলদীপ যাদব। সাতধাপ উন্নতি করে তিনি ১৪তম স্থানে উঠে এলেন। অন্যদিকে, টেস্ট ক্রমতালিকায় উন্নতি হয়েছে যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুলেরও। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচে মোট ১২ উইকেট তুলে নেন কুলদীপ। দিল্লি টেস্টে মোট আট উইকেট যায় তাঁর ঝুলিতে। প্রথম ইনিংসে তাঁর পাঁচতারা পারফরম্যান্সে ভর করেই ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করায় ভারত। দিল্লি টেস্টের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন কুলদীপ। সেই দুরন্ত পারফরম্যান্সের পরেই সাতধাপ উন্নতি হয়েছে তাঁর টেস্ট র্যাঙ্কিংয়ে। ৬৮৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৪তম র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন কুলদীপ। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন জশপ্রীত বুমরাহ।
সদ্যসমাপ্ত সিরিজে দারুণ ফর্মে ছিলেন ভারতীয় দলের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও সকলের উপরে রয়েছেন তাঁরা দু’জন। এবার আইসিসির নতুন র্যাঙ্কিংয়েও দু’ধাপ করে উন্নতি হল তাঁদের। দুই ধাপ উন্নতি করে পঞ্চম স্থানে উঠে এলেন যশস্বী। অন্যদিকে রাহুল রয়েছেন ৩৩ নম্বরে। ক্রমতালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ড তারকা জো রুট।
সদ্যসমাপ্ত সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন রবীন্দ্র জাদেজা। সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি দুই টেস্টে তুলে নিয়েছেন আট উইকেট। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় নিজের শীর্ষস্থান আরও পাকা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটের স্যর। তবে এই তালিকায় দু’ধাপ নেমে গিয়েছেন ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। দলগত র্যাঙ্কিংয়ে টেস্ট খেলিয়ে দেশগুলির তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে। তবে ওয়ানডে এবং টি-২০তে শীর্ষে রয়েছে মেন ইন ব্লু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.