ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি প্রীতি ম্যাচ খেলতে মেসির কেরল আসার কথা ঘোষণা করেছিলেন সেখানকার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান। কেবল তাই নয়, তাঁর সঙ্গে গোটা আর্জেন্টিনা দলও ভারতের মাটিতে পা দিতে চলেছে বলে জানিয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, অস্ট্রেলিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নেবে আর্জেন্টিনা। কিন্তু সে গুড়ে বালি। কারণ, এখন মেসির ভারত সফর ঘিরে অনিশ্চয়তার খবর প্রকাশ্যে।
মেসির আগমনকে কেন্দ্র করে জওহরলাল নেহরু স্টেডিয়ামকে ঢালাও সাজানো হয়েছে। ৭০ কোটি টাকা খরচ করে বসানো হয়েছিল নতুন ফ্লাডলাইট। ঝাঁ-চকচকে আসনও বসানো হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছিল। এমনকী দোকানপাটও এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু মেসি বাহিনীর সফর বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল।
নভেম্বর মাসে কোচিতে আয়োজন হওয়ার কথা এই ঐতিহাসিক ম্যাচ। লিওলেন মেসি তো বটেই, তাঁর নেতৃত্বে ওই ম্যাচে আর্জেন্টিনা দলে খেলার কথা রদ্রিগো দে পল, নিকোলাস ওটামেন্ডি, জুলিয়ান আলভারেজদের। মেসি-ম্যাচ ঘিরে যখন কেরল জুড়ে সাজসাজ রব, আয়োজনও প্রায় সারা, সেই সময় আর্জেন্টিনীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, ওই সময় মেসির আর্জেন্টিনার কেরল সফর বাতিল হতে পারে।
জানা গিয়েছে, নভেম্বরে কেরল আসার কথা আর্জেন্টিনা জাতীয় দলের। কিন্তু আন্তর্জাতিক বিরতির কারণে নির্ধারিত সফরে বদল হতে পারে। প্রখ্যাত সাংবাদিক গ্যাস্টন এডুল এক্স হ্যান্ডলে জানিয়েছেন, অ্যাঙ্গোলার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ নিশ্চিত। কিন্তু কেরলে ম্যাচ ‘সম্ভবত বাতিল’। টিওয়াইসি স্পোর্টস সূত্রের খবর, যাতে সময়সূচির চাপ কমে সেই কারণে কেরল সফরের বদলে মরক্কো বা অন্য জায়গায় হতে পারে দ্বিতীয় প্রীতি ম্যাচ।
কেরলে মেসি-ম্যাচ বাতিলের নেপথ্য কারণগুলি:
১. দীর্ঘ সফরের বদলে সম্ভবত সংক্ষিপ্ত সূচি চাইছে আর্জেন্টিনা। সেই কারণে তারা ভারতের জায়গায় আফ্রিকান দেশের সঙ্গে খেলতে চাইবে।
২. ফিফা আন্তর্জাতিক উইন্ডো চলাকালীন ফুটবলারদের ক্লান্তি ও ভ্রমণ সংক্রান্ত সমস্যা।
৩. কিছু খেলোয়াড় হয়তো ভারত সফরে নাও আসতে পারেন।
তবে আয়োজকরা কেরলে মেসি ম্যাচ নিয়ে আশাবাদী। রিপোর্টার টিভির ম্যানেজিং ডিরেক্টর আন্তো অগাস্টিন ম্যাচ বাতিলের খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, প্রস্তুতি প্রায় সারা। টিকিট বিক্রিও শুরু প্রায় সম্পন্ন। তিনি বলেছেন, “কেরলে ম্যাচ বাতিলের বিষয়ে কোনও তথ্য আমাদের নেই। আর্জেন্টিনা ‘এ’ দল কেরল সফর করবে।” উল্লেখ্য, ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা যেতে চলেছে লিওলেন মেসিকে। তিনি দেবেন ‘গোট কনসার্টে’। যে কনসার্ট আয়োজন করা হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার সম্মানে। উল্লেখ্য, কলকাতা থেকে মেসি যাবেন মুম্বই, আহমেদাবাদ, দিল্লিতেও। তা নিয়ে এখন থেকেই উন্মাদনা দর্শকদের মনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.