Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

‘ওদের দলে কিন্তু কোহলি নেই’, পাকিস্তানকে তাতাতে বিরাটের নাম নিচ্ছেন মিসবাহ

কী বলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক?

Misbah-ul-Haq takes Virat Kohli's name to motivate Pakistan
Published by: Prasenjit Dutta
  • Posted:September 14, 2025 4:00 pm
  • Updated:September 14, 2025 4:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ম্যাচে কি ভারত কি বিরাট কোহলির অভাব অনুভব করবে? এ বিষয়ে পক্ষে বিপক্ষে তর্ক চলতে পারে। কিন্তু কোহলি যে একটা আবেগ, তা কেউ উপেক্ষা করতে পারবেন না। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগেও এই প্রশ্নটা এড়িয়ে যাওয়া গেল না। পাকিস্তানকে তাতাতে বিরাটের নাম নিলেন তাদেরই প্রাক্তন অধিনায়ক মিসবাহ-উল-হক।

Advertisement

প্রাক্তন পাক অধিনায়কের মতে, কোহলির না থাকাটা অতি অবশ্যই একটা ‘ফ্যাক্টর’ হতে চলেছে। তাঁর না থাকার ফলে পাকিস্তান কিছুটা হলেও সুবিধা পাবে। এটাই পাকিস্তানের কাছে একটা সুযোগও। এ কথা মনে করিয়ে দিয়ে পাকিস্তানি এক চ্যানেলকে মিসবাহ বলেন, “ভারত যদি শুরুতেই দু’টো উইকেট হারায়, তাহলে পাকিস্তানেরও ভালো সুযোগ রয়েছে। মনে রাখতে হবে, ওদের দলে কিন্তু বিরাট কোহলি নেই।”

মিসবাহ আরও বলেন, “ওদের দলের নতুনরা কিন্তু আমাদের বোলারদের বিরুদ্ধে খেলেনি। তাই বোলাররা যদি ওদের উপরের সারির ব্যাটারদের শুরুতেই আউট করে দিতে পারে, তাহলে ভালো সুযোগ রয়েছে পাকিস্তানের কাছেও। মূল কথা হল, পাকিস্তানের একটা ভালো শুরু দরকার।”

টি-টোয়েন্টি থেকে বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর নেতৃত্বের দায়িত্বে সূর্যকুমার যাদব। তাঁর নেতৃত্ব ঝড়ের গতিতে রান করেছে টিম ইন্ডিয়া। গত একবছরে ভারতীয় দল ২০ ওভারে ২৯৭, ২৮৩ রান পর্যন্ত তুলেছে। তাই অনেকের মতে, বিরাট কিংবা রোহিতের অভাব টের পাবে না ‘নতুন’ ভারত। কিন্তু সেই সুরে সুর না মিলিয়ে কোহলির না থাকাটা যে ফ্যাক্টর হতে চলেছে, সে কথা মনে করিয়ে দিলেন মিসবাহ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ