সুস্থতার পথে মহম্মদ শামি। ছবি- সোশাল মিডিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে নামেননি তিনি। চোটের জন্য চলতি আইপিএলে খেলতে পারছেন না মহম্মদ শামি (Mohammed Shami)। কিন্তু বল হাতে ফের মাঠে ফিরতে তৈরি হচ্ছেন ভারতীয় পেসার। সোশাল মিডিয়ায় ছবি দিয়ে সুস্থ হওয়ার বার্তা দিলেন তিনি।
রবিবার এক্স হ্যান্ডেলে নিজের ছবি পোস্ট করেন শামি। দুহাতে ক্রাচ থাকলেও বহু দিন পর নিজের পায়ে দাঁড়াতে দেখা যায় তাঁকে। সঙ্গে তিনি লেখেন, “আগের জীবনে ফিরছি। সাফল্যের জন্য ক্ষুধার্ত। পথ হয়তো কঠিন, কিন্তু গন্তব্যে পৌঁছে তার মূল্য পাব।” স্বাভাবিক ভাবেই দেশের ক্রিকেট সমর্থকরাও খুশি শামির ছবি দেখে। তাঁরা আশ্বস্ত হতে পারেন ভারতীয় বোলারের আত্মবিশ্বাসী মন্তব্যে। এর আগেও কঠিন পথ পার করে এসেছেন তিনি, এবারও নিশ্চয়ই ফের দেশের নীল জার্সিতে দেখা যাবে শামিকে-পোস্টের তলায় আশাবাদী মন্তব্য করেছেন অনেকেই।
Back on track and hungry for success. The road may be tough, but the destination is worth it.
— (@MdShami11)
উল্লেখ্য, গত বছর বিশ্বকাপের কিছু ম্যাচ গোড়ালির চোট নিয়েই খেলেন শামি। যে কারণে ব্যথা কমানোর ইঞ্জেকশনও নিয়েছিলেন। তার পর লন্ডনে তাঁর অস্ত্রোপচার হয়। নিয়মিত ছবি দিয়ে নিজের উন্নতির কথা জানাচ্ছিলেন শামি। গত ৩১ মার্চের ছবিতে বিছানায় শুয়ে থাকতে দেখা যায় গুজরাট টাইটান্সের বোলারকে। পায়ে ব্যান্ডেজ বাঁধা। ভরা আইপিএলের মাঝে শামিকে এভাবে শুয়ে থাকতে দেখে কষ্ট পেয়েছিলেন ক্রিকেটভক্তরা। তবে এক সপ্তাহের মধ্যে তাঁর নতুন ছবি নিশ্চিত ভাবেই আশা জাগাবে সমর্থকদের মনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.