Advertisement
Advertisement

Breaking News

Mohammed Siraj

অনুশীলনে আচমকাই ভাঙল সিরাজের ব্যাট, রেগে কাঁই তারকা পেসার, ভাইরাল ভিডিও

ঠিক কী ঘটেছিল?

Mohammed Siraj's bat suddenly breaks during practice, star pacer cries in anger, viral video

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:June 29, 2025 6:56 pm
  • Updated:June 29, 2025 6:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার লোয়ার অর্ডার একেবারেই ভালো খেলতে পারেনি। এজবাস্টনে দ্বিতীয় টেস্টের আগে এ নিয়ে উদ্বেগে রয়েছেন শুভমানরা। সেই কারণে অনুশীলনে টেলএন্ডাররা অনেকটা সময় নেটে ব্যাট হাতে কাটিয়েছেন। যদিও প্র্যাকটিসের মাঝেই সিরাজ দেখতে পান তাঁর ব্যাট ভাঙা। যা দেখে তো রেগে কাঁই ৩১ বছর বয়সি পেসার।

Advertisement

ঠিক কী ঘটেছিল? শনিবারের অনুশীলনের ঘটনা। নেটে ব্যাট করতে যাওয়ার সময় সিরাজ দেখতে পান তাঁর সাধের ব্যাট ভাঙা অবস্থায় রাখা। যা দেখে বিভ্রান্ত হয়ে তিনি সতীর্থকে জিজ্ঞেস করেন, “আমার ব্যাট কে ভেঙেছে?” সতীর্থ উত্তর দিলেও তা মোটেও পছন্দ হয়নি সিরাজের। তিনি বারবার তাঁর ব্যাট পরীক্ষা করে দেখতে থাকেন এরপর।

যদিও পরে বোঝা যায়, পুরো ব্যাপারটাই ঘটেছে মজার ছলে। কারণ ব্যাট হাতে নিয়েই জোরেশোরে হাসতে থাকেন সিরাজ। তবে, তাঁর ব্যাট কে ভেঙেছে সেটা বোঝা যায়নি। এমন নাটকীয় মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল।

বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ২ জুলাই থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। তার আগে ভারতীয় দলকে অনুশীলনে দেখা গেল যথেষ্ট হাসিখুশি। তবে শোনা যাচ্ছে, দ্বিতীয় টেস্টে জশপ্রীত বুমরাহ খেলবেন না। তা যদি হয়, তাহলে সত্যিই চাপের মুখে পড়বে টিম ইন্ডিয়া। কারণ প্রথম টেস্টে বুমরাহ ছাড়া আর কোনও বোলারকেই ‘আপ টু দ্য মার্ক’ মনে হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ