সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবসে (Independence Day) আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। অনেকেই বিশ্বাস করতে পারেননি সেটা। কেউ কেউ তাঁকে ফের জাতীয় দলের জার্সিতে ফিরে আসতেও অনুরোধ করেন। তবে এসবের মধ্যেই বিভিন্ন মহল থেকে শুভেচ্ছাবার্তাও পেয়েছেন ধোনি। আর এবার সেটা এল খোদ দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে। ‘ক্যাপ্টেন কুল’কে চিঠি পাঠালেন নরেন্দ্র মোদি। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি ব্যক্তি ধোনিকেও প্রশংসাতে ভরিয়ে দেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পাঠানো সেই চিঠি নিজের টুইটার (Twitter) হ্যান্ডেলে পোস্ট করেন মাহি। সঙ্গে লেখেন, ‘‘একজন শিল্পী, জওয়ান এবং একজন খেলোয়াড় সবসময় প্রশংসা পেতে চান। তাঁরা চান, তাঁদের কঠোর পরিশ্রমটা অন্তত সবার নজরে পড়ুক। শুভেচ্ছা পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক ধন্যবাদ।’’ এর সঙ্গেই তিনি মোদির পাঠানো চিঠির ছবিও পোস্ট করেন।
An Artist,Soldier and Sportsperson what they crave for is appreciation, that their hard work and sacrifice is getting noticed and appreciated by everyone.thanks PM for your appreciation and good wishes.
— Mahendra Singh Dhoni (@msdhoni)
প্রধানমন্ত্রীর পাঠানো দুই পৃষ্ঠার চিঠিতে লেখা, ‘‘এমএস ধোনি নামটি কেবল ক্রিকেটে তাঁর অনবদ্য পরিসংখ্যানের জন্য মনে রাখা হবে, এমনটা নয়। তোমাকে শুধু একজন ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে দেখলে অবিচার করা হবে।’’ রাঁচির মতো ছোট শহর থেকে এসে ভারতীয় ক্রিকেটে এতবড় একটা নাম হওয়ার জন্যও ধোনির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া কন্যা জিভার সঙ্গে ধোনির সম্পর্ক, কিংবা দেশের সেনাবাহিনীর প্রতি ধোনির ভালবাসা, প্রতিটি জিনিসের উল্লেখ রয়েছে ওই চিঠিতে। যা দেখে আপ্লুত ধোনির ভক্তরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.