ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাতায়কলমে এখনও ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলি এখনও দলের সবচেয়ে সফল তারকা। তাঁরা দুজনেই যে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে চান, সে ইচ্ছা গোপন করেননি। কিন্তু যা পরিস্থিতি তাতে আদৌ সাতাশের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটের দুই মহারথীকে দেখা যাবে কিনা তা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে। সূত্রের খবর, বিসিসিআই চাইছে দুই ‘বৃদ্ধ’ তারকার জায়গায় তরুণদের সুযোগ দিতে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, বিরাট এবং রোহিতকে বাদ দিয়েই সাতাশের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা করছে বোর্ড। দৈনিক জাগরণের সূত্রকে ভারতীয় ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত এক কর্তা নাকি জানিয়ে দিয়েছেন, “বিরাট কোহলি এবং রোহিত শর্মা আমাদের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নেই। আসন্ন অস্ট্রেলিয়া সফরেই কেরিয়ারে ইতি টানতে হতে পারে দুই তারকাকে।”
ইংল্যান্ড সফরের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এর মাস ছয় আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকেও অবসর নিয়েছিলেন ‘হিট ম্যান’ এবং কিং কোহলি। এই মুহূর্তে ওয়ানডে ছাড়া আর কোনও ফরম্যাটে খেলছেন না দুই তারকা। সেভাবে ঘরোয়া ক্রিকেটেও সক্রিয় নন। ফলে তাঁদের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে বোর্ডের অন্দরে। নির্বাচকরা মনে করছেন, বছরে মাত্র কয়েকটা ওয়ানডে খেলে কোনওভাবেই রোহিতরা নিজেদের ম্যাচ ফিট রাখতে পারবেন না। বরং এখন থেকেই তরুণদের নিয়ে পরিকল্পনা করা ভালো।
যদিও বোর্ডের একাংশ এখনই দুই মহারথীকে পুরোপুরি ছেঁটে ফেলতে নারাজ। ওই অংশ বলছে, নিজেদের ফর্ম এবং ফিটনেস প্রমাণ করতে পারলে দুজনেই সাতাশের বিশ্বকাপ খেলতে পারেন। সেক্ষেত্রে রোহিতদের বিজয় হাজারে ট্রফি খেলতে হবে। বিজয় হাজারে না খেললে জাতীয় দলের দরজা খুলবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.