Advertisement
Advertisement

Breaking News

Yashasvi Jaiswal

দুরন্ত সেঞ্চুরিতে নয়া রেকর্ড, ব্র্যাডম্যান-শচীনদের সঙ্গে এক সারিতে যশস্বী

কী নজির গড়েছেন বাঁ-হাতি ওপেনার?

New record in fast century, Yashasvi Jaiswal on par with Don Bradman and Sachin Tendulkar
Published by: Prasenjit Dutta
  • Posted:October 10, 2025 7:01 pm
  • Updated:October 10, 2025 7:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী জয়সওয়াল। প্রথম দিনের শেষে ২৫৩ বলে ১৭৩ রানে অপরাজিত তিনি। অনবদ্য সেঞ্চুরিতে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন বাঁ-হাতি ওপেনার। স্যর ডন ব্র্যাডম্যান, শচীন তেণ্ডুলকর, গ্যারি সোবার্সদের সঙ্গে এক কাতারে জায়গা করে নিয়েছে এই ওপেনার।

Advertisement

২৪ বছর বয়স হওয়ার আগেই টেস্টে ৭টি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। এই নজির রয়েছে বিশ্বে মাত্র তিন ক্রিকেটারের। এই তালিকায় সবার উপরে ব্যাডম্যান। ২৪ বছর হওয়ার আগেই তিনি করেছিলেন ১২টি সেঞ্চুরি। এরপর শচীন। চব্বিশ হওয়ার আগে তাঁর সেঞ্চুরির সংখ্যা ছিল ১১। তৃতীয় স্থানে সোবার্স। এই বয়সের মধ্যে ৯টি সেঞ্চুরি করেছিলেন তিনি।

যশস্বীর এখন বয়স ২৩ বছর ২৮৬ দিন। এই বয়সের মধ্যে ৭টি সেঞ্চুরি করে তিনি উঠে এলেন চতুর্থ স্থানে। শুক্রবার ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন হাফসেঞ্চুরি করতে ৮২ বল খেলেন যশস্বী। প্রথম সেশনে রাহুলের উইকেট পড়ার পর থেকে খানিকটা দ্রুত গতিতে রান তোলার চেষ্টা শুরু করেন তিনি।

মধ্যাহ্নভোজের বিরতির পর বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরি পূরণ করেন। তারপর থেকেই চেনা মেজাজে ঝোড়ো ব্যাটিং শুরু যশস্বীর। হাফসেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে মাত্র ৬৩ বল নেন তিনি। এই ম্যাচে ৩,০০০ আন্তর্জাতিক রানও পূর্ণ করেছে যশস্বী। দ্বিতীয় দিন দ্বিশতরান করতে গেলে তাঁর প্রয়োজন ২৭ রান। উল্লেখ্য, ২০২৩ সালে অ্যাওয়ে সিরিজে ক্যারিবীয় ব্রিগেডের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেছিলেন যশস্বী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ