Advertisement
Advertisement

Breaking News

Salman Ali Agha

এশিয়া কাপে ভারতের কাছে হারের হ্যাটট্রিক পাকিস্তানের, নেতৃত্ব যাচ্ছে সলমন আঘার!

তাঁর জায়গায় কার হাতে উঠবে নেতৃত্বের ব্যাটন?

Pakistan's hat-trick of defeats to India in Asia Cup, Salman Ali Agha set to lose leadership!
Published by: Prasenjit Dutta
  • Posted:October 16, 2025 6:33 pm
  • Updated:October 16, 2025 6:33 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নেতৃত্বে এশিয়া কাপে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে তিনটি ম্যাচেই হার স্বীকার করতে হয়েছে। এর মধ্যে একটা ফাইনালও ছিল। পরাজয়ের স্মৃতি এখনও পাকিস্তানি সমর্থকদের মনে টাটকা। এই পরিস্থিতিতে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। জানা গিয়েছে, নেতৃত্ব হারাতে পারেন সলমন আলি আঘা।

Advertisement

তাঁর জায়গায় কাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হবে? সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে শাদাব খানকে। এখন তিনি চোটের কারণে পাকিস্তান দলের বাইরে রয়েছেন। কাঁধে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। জানা গিয়েছে, রিহ্যাব প্রক্রিয়া সম্পন্ন করার পর দলে ফিরে আসবেন শাদাব।

পাকিস্তানের হয়ে ৭০টি ওয়ানডে এবং ১১২টি টি-টোয়েন্টি খেলেছেন শাদাব। চলতি বছর জুনের শুরুতে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। সলমন আলি আঘার জায়গায় তাঁর হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হলে প্রত্যাবর্তন তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে ক্রিকেটমহল। অস্ত্রোপচারের আগে এই ফরম্যাটে সহ-অধিনায়ক ছিলেন তিনি।

অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে শাদাবের। ২৭ বছর বয়সি এই খেলোয়াড় ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব দিয়েছেন। পাকিস্তান সুপার লিগ এবং ঘরোয়া ক্রিকেটেও দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। ১১ থেকে ১৫ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক হোম সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান। সূত্রের খবর, রিহ্যাব পর্ব মিটিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে ফিরবেন শাদাব খান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ