Advertisement
Advertisement

Breaking News

Prithvi Shaw

কামব্যাকের লড়াই চলছে! পুরনো দল মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরিতে বার্তা পৃথ্বীর

মাঠে ঝামেলাতেও জড়ালেন ২৫ বছর বয়সি তারকা।

Prithvi Shaw hits hundred vs former team Mumbai before Ranji Trophy comeback

ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:October 7, 2025 5:22 pm
  • Updated:October 7, 2025 5:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কামব্যাকের লড়াই চলছে পৃথ্বী শ’র। একটা সময় তাঁর তুলনা চলত শচীন তেণ্ডুলকরের সঙ্গে। সেই সব সুখের দিন পেরিয়ে ক্রিকেট কেরিয়ারের গ্রাফ ক্রমশ নিচের দিকে পৃথ্বী শ’র। কেরিয়ার বাঁচাতে মুম্বই ছেড়ে মহারাষ্ট্রের হয়ে খেলছেন ২৫ বছর বয়সি ক্রিকেটার। মহারাষ্ট্রের জার্সিতে দুরন্ত পারফর্ম করে কামব্যাকের রাস্তা খুলে রাখছেন পৃথ্বী। এবার দুরন্ত সেঞ্চুরি করলেন তিনি। আর সেটাও পুরনো দল মুম্বইয়ের বিরুদ্ধে।

Advertisement

সামনেই রনজি ট্রফি। তার আগে মুম্বইয়ের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে নেমেছিলেন পৃথ্বী। প্রথম দিকে একটু ধরে খেলছিলেন। হাফসেঞ্চুরি করতে ৮৪ বল নেন। তারপর আর তাঁকে আটকানো যায়নি। ১৪০ বলে সেঞ্চুরি করেন। পেস হোক বা স্পিন, দুটোর বিরুদ্ধে স্বচ্ছন্দ দেখিয়েছে তাঁকে। আর্শিন কুলকার্নির সঙ্গে জুটি বেঁধে ৩০৫ রান তোলেন। শেষ পর্যন্ত শামস মুলানির বলে আউট হন।

তবে এই ম্যাচে বিতর্কেও জড়ান পৃথ্বী। পুনের এমসিএ স্টেডিয়ামে মুম্বই ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। যদিও কী নিয়ে ঝামেলা তা জানা যায়নি। শেষ পর্যন্ত আম্পায়াররা দু’পক্ষকে আলাদা করেন। মুম্বই ক্রিকেটের অনেকেই পৃথ্বীর আচরণ নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তাঁর দলবদলের অন্যতম কারণ ছিল সেটা। মাঠে কি সেটারই প্রভাব পড়ল?

গত ঘরোয়া মরশুমের বেশিরভাগ সময় উপেক্ষা করে কাটিয়ে দিয়েছিলেন পৃথ্বী। সেই কারণেই চলতি বছরের শুরুতে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুম্বই। গত বছরের অক্টোবরে মুম্বইয়ের রনজি দল থেকে বাদ পড়েছিলেন। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলার অভাব, ওজন নিয়ে সচেতনতার অভাবের মতো অভিযোগ ছিল। নতুন মরশুমে দলবদল করে চলে আসেন মহারাষ্ট্রে। একসময় যাঁরা পৃথ্বীর সতীর্থ ছিলেন, তাঁদের অনেকেই সুপ্রতিষ্ঠিত। পৃথ্বী কি কামব্যাক করতে পারবেন?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ