সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইয়ো ইয়ো টেস্টের বদলে ব্রঙ্কো টেস্ট। কোচ গৌতম গম্ভীরের জমানায় নতুন ফিটনেস ট্রেনিং চালু হয়েছে ভারতীয় ক্রিকেট দলে। তাতে রীতিমতো অসন্তুষ্ট প্রাক্তন ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন। তিনি সাফ বলছেন, এতে হিতে বিপরীত হতে পারে। ক্রিকেটারদের কাছে যদি ধারাবাহিকতা প্রত্যাশা করা হয়, তাহলে ফিটনেস ট্রেনিংয়ের ক্ষেত্রেও ধারাবাহিকতা থাকা উচিত।
ভারতীয় ক্রিকেটারদের ফিটনেসে কার্যত বিপ্লব এনেছিল ইয়ো ইয়ো টেস্ট। বিরাট কোহলির আমলে শুরু হওয়া এই পরীক্ষায় পাশ করতে না পেরে জাতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে একাধিক ক্রিকেটারের জন্য। এবার সেটার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ব্রঙ্কো টেস্টে। ভারতীয় দলের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রো’র সুপারিশেই শুরু হচ্ছে এই নতুন টেস্ট। মূলত রাগবি খেলায় এই টেস্ট বেশ জনপ্রিয়। খেলোয়াড়দের অ্যারোবিক ক্ষমতা পরীক্ষা করা এবং কার্ডিওভ্যাসকুলার প্রক্রিয়া বাড়াতে খুবই উপযোগী এই ব্রঙ্কো টেস্ট। একটানা ১২০০ মিটার দৌড়তে হবে এই টেস্টে মাত্র ৬ মিনিটের মধ্যে এই পুরো দৌড় সম্পন্ন করে ফেলতে হবে। সূত্রের খবর, বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রথমসারির ক্রিকেটার এই টেস্ট দিয়েছেন।
অশ্বিন বলছেন, “ট্রেনার পরিবর্তন হলে ট্রেনিংয়ের পদ্ধতি বদলায়। কিন্তু তাতে সমস্যায় পড়তে হয় ক্রিকেটারদের। একজন ক্রিকেটার দীর্ঘদিন একটা ট্রেনিং পদ্ধতিতে থাকতে থাকতে নতুন পদ্ধতিতে চলে এলে মুশকিল হয়ে দাঁড়ায়। এতে চোটের সম্ভাবনা বাড়ে।” প্রাক্তন ভারতীয় স্পিনারের প্রশ্ন, “একটা পদ্ধতিতে যখন সাফল্য আসছিল, সেটা পুরোপুরি বদলে ফেলার কি খুব দরকার ছিল? কিছুটা বদল করা যেত, পুরো বদলে ফেলার কী মানে?” ক্ষুব্ধ অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলে গিয়েছেন, ক্রিকেটারদের কাছ থেকে ধারাবাহিকতা প্রত্যাশা করা হয়, তাহলে ট্রেনিংয়ে ধারাবাহিকতা থাকবে না কেন?
জুন মাস থেকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন আদ্রিয়ান। তারপরেই ইংল্যান্ড সফরে গিয়ে একাধিক চোটসমস্যা দেখা দেয় ভারতীয় দলে। মূলত পেসাররাই কাহিল হয়ে পড়েন। ফলে প্রশ্ন ওঠে পেসারদের শক্তি বাড়ানো এবং ওয়ার্কলোড নিয়ে। কেবল জিম ভিত্তিক ট্রেনিং না করে এই ব্রঙ্কো টেস্টের মাধ্যমেও ক্রিকেটারদের ফিটনেস বাড়ানোর পরিকল্পনা করছে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট। বিশ্লেষকদের মতে, ইয়ো ইয়ো টেস্টের চেয়েও ব্রঙ্কো টেস্ট বেশি কঠিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.