Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই ঝুলে অধিনায়ক রোহিতের ভাগ্য! নামবেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও?

ভবিষ্যতের পরিকল্পনা শুরু করে দিতে চায় বিসিসিআই।

Report says Champions Trophy outcome may determine Rohit Sharma captaincy and BCCI contracts

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:March 7, 2025 1:00 pm
  • Updated:March 7, 2025 1:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গিয়েছে ভারত। নিউজিল্যান্ডের বাধা টপকাতে পারলেই এক যুগ পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা উঠবে টিম ইন্ডিয়ার মাথায়। সূত্রের খবর, এই ম্যাচের পরই নির্ধারিত হতে পারে অধিনায়ক রোহিত শর্মার ভাগ্য। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র ও ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা এখন থেকেই শুরু করতে চাইছে বিসিসিআই।

Advertisement

জানা যাচ্ছে, ফাইনালের পর বিভিন্ন বিষয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। সেটা টেস্ট ও ওয়ানডে নেতৃত্ব হোক কিংবা নতুন কেন্দ্রীয় চুক্তি তৈরি করা। অস্ট্রেলিয়ায় ব্যর্থতার পর এই নিয়ে একপ্রস্থ কথাবার্তা হয়েছিল বলেই খবর। এবার আগামীর দিকে তাকিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।

এই বিষয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের সূত্র জানিয়েছেন, “রোহিত এখনও মনে করেন যে, ওর মধ্যে ক্রিকেট বেঁচে আছে। ভবিষ্যতের রূপরেখা কী হবে, সেটা ওকে জানানো হয়েছে। অবশ্যই, কবে অবসর নেবে সেটা ওর নিজের সিদ্ধান্ত। কিন্তু অধিনায়কত্ব নিয়ে একটা আলোচনা চলছে। রোহিত নিজেও বুঝতে পারছে বিশ্বকাপের প্রস্তুতির জন্য একজন স্থায়ী অধিনায়ক দরকার। কোহলির সঙ্গেও এই নিয়ে কথা হয়েছে। তবে এই নিয়ে কোনও চিন্তাভাবনা নেই।”

সাধারণত আইপিএলের আগেই বোর্ড কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম ঘোষণা করে দেয়। কিন্তু বিসিসিআই দেখতে চায়, অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতার পর কীভাবে দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘুরে দাঁড়ায়। তবে জানা যাচ্ছে, গ্রেড এ+ চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পারফরম্যান্স খতিয়ে দেখতে চায়। যেখানে এই মুহূর্তে আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও জশপ্রীত বুমরাহ। এঁদের মধ্যে প্রথম তিনজন টি-টোয়েন্টি খেলেন না এবং টেস্টের ফর্মও ভালো নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ