Advertisement
Advertisement

Breaking News

Shreyas Iyer

রোহিত-সূর্যর সময় শেষ? আইপিএলের সৌজন্যে ভারতের নেতৃত্বের দৌড়েও শ্রেয়সের নাম

আইপিএল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি বা ঘরোয়া ক্রিকেট, সবেতেই ধারাবাহিক পারফর্ম করেছেন শ্রেয়স।

Report says Shreyas Iyer is in now captaincy race after heroics in IPL
Published by: Arpan Das
  • Posted:June 7, 2025 1:03 pm
  • Updated:June 7, 2025 1:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে দুরন্ত পারফরম্যান্স। তাঁর নেতৃত্বে ১১ বছর পর ফাইনালে উঠেছে পাঞ্জাব কিংস। তার পুরস্কার পেতে পারেন শ্রেয়স আইয়ার। ভারতীয় দলের নতুন অধিনায়কের দৌড়ে চলে এসেছে পাঞ্জাব অধিনায়কের নামও।

Advertisement

আইপিএলে পাঞ্জাবের হয়ে ১৭ ম্যাচে করেছেন ৬০৪ রান। শুধু আইপিএল নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি বা ঘরোয়া ক্রিকেট, সবেতেই ধারাবাহিক শ্রেয়স। একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, সব দিক বিবেচনা করে ভবিষ্যতের অধিনায়কের তালিকায় আসতে পারে শ্রেয়সের নাম। ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী ব্যক্তির মতে, “বর্তমানে শ্রেয়স শুধু ওয়ানডে খেলছে। কিন্তু আইপিএলের পর আমরা ওকে টি-টোয়েন্টি ক্রিকেট বা টেস্টের তালিকা থেকে বাইরে রাখতে পারব না। তার সঙ্গে সাদা বলের ক্রিকেটে ওর নাম অধিনায়ক হিসেবেও বিবেচনায় রাখতে হচ্ছে।”

ওয়ানডে দলকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। অন্যদিকে টি-টোয়েন্টির দায়িত্ব সূর্যকুমার যাদবের কাঁধে। তবে সূর্যর ফর্ম নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। টিম ইন্ডিয়া জয় পেলেও রানের মধ্যে নেই মুম্বইকর ক্রিকেটার। সেক্ষেত্রে শুধুমাত্র অধিনায়ক বলে নিশ্চয়ই দীর্ঘদিন সুযোগ পাবেন না। শ্রেয়স যদি টি-টোয়েন্টি দলে ঢুকতে পারেন, তাহলে অধিনায়ক হিসেবেও তাঁর নাম বিবেচিত হতে পারে। যদিও ২০২৬ পর্যন্ত রোহিতকেই ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখার সম্ভাবনা বেশি। কিন্তু যদি মাঝপথে কোনও রদবদল হয়, তাহলে শ্রেয়সকে নয়া ভূমিকায় দেখা যেতেই পারে।

টেস্ট দলে নতুন অধিনায়ক বেছে নেওয়া হয়েছে শুভমান গিলকে। ইংল্যান্ড সিরিজ তাঁর জন্য পরীক্ষা হতে চলেছে। সেখানে ব্যর্থ হলে হয়তো আরও সুযোগ পাবেন গিল। কিন্তু যদি বোর্ড বা গম্ভীরের মোহভঙ্গ হয়? শ্রেয়স আপাতত লাল বলের ক্রিকেট থেকে অনেকটাই দূরে। ফলে টেস্টে তাঁকে কতদূর দেখা যাবে, সেই সংশয় থেকেই যাচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ