Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

বোর্ডের ‘অনুরোধে’ও গলছে না বরফ, টেস্ট অবসরের সিদ্ধান্তে অবিচল কোহলি!

নির্বাচকরাও এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না বলে খবর।

Report says Virat Kohli stand firm on retirement plans despite request from Board

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:May 11, 2025 12:42 pm
  • Updated:May 11, 2025 12:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোহলির অবসরের ইচ্ছাপ্রকাশে তোলপাড় ভারতীয় ক্রিকেট। শোনা যাচ্ছে, বোর্ড কর্তারা মরিয়া কোহলিকে নিরস্ত করতে। কিন্তু তিনি কি শুনবেন? জানা যাচ্ছে, বোর্ডের অনুরোধ সত্ত্বেও এখনও নিজের সিদ্ধান্তে অবিচল কোহলি। ফলে এই পরিস্থিতিতে কী করণীয়, সেই সিদ্ধান্ত এখন বোর্ডও নিতে পারছে না।

Advertisement

শুক্রবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুসারে জানা যায়, কোহলি ইতিমধ্যেই বোর্ডকে অবসর বার্তা জানিয়ে দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই কোহলি টেস্ট থেকে অবসর নিতে চান বলে খবর। এমনকী, কোহলি নাকি অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির চলাকালীন একাধিকবার সতীর্থদের বারবার মনে করিয়ে দিয়েছিলেন, তাঁর টেস্ট কেরিয়ার খুব শীঘ্র ‘অবসান’ হতে চলেছে।

তবে বোর্ড থেকে কোহলিকে সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য অনুরোধ করা হয়। কিন্তু নিজের অবস্থান থেকে নড়ছেন না তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী বলা হচ্ছে, “টেস্ট ছাড়ার ইচ্ছার কথা কোহলি দুই সপ্তাহ আগেই নির্বাচকদের জানিয়েছেন। তাঁরাও চেষ্টা করছেন ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলিকে টেস্ট খেলাতে। যদিও এখনও পর্যন্ত অবিচল তিনি। সামনের সপ্তাহে নির্বাচক কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

বর্ডার গাভাসকর ট্রফিতে সেভাবে রান পাননি। সেটা উদ্বেগজনক বটেই। তবে ক্রিকেটকে যে এখনও তাঁর অনেক কিছু দেওয়ার আছে, সেটা স্পষ্ট। তাছাড়া রোহিত শর্মা সরে দাঁড়ানোয় দলে সিনিয়র ক্রিকেটারের অভাব চোখে পড়বে। সেক্ষেত্রে কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ। বোর্ডও সেটা বুঝছে। এক সংবাদমাধ্যমের দাবি, বিরাটের অবসর রুখতে ক্রিকেটমহলের এক অত্যন্ত প্রভাবশালীর সঙ্গে বোর্ড যোগাযোগ করেছে বোর্ড। ওই প্রভাবশালী ব্যক্তি কথা বলবেন বিরাটের সঙ্গে। তাতে কি কাজ হবে? কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি? শোনা যাচ্ছে, কোহলি নাকি আরও একবার টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। যদিও বিসিসিআই তাতে সায় দেয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ