Advertisement
Advertisement
WTC Final

২০৩১ পর্যন্ত WTC ফাইনাল ইংল্যান্ডেই! ভারতীয় বোর্ডকে বড় ধাক্কা জয় শাহের আইসিসির

রোহিত-কামিন্সদের আপত্তিকে পাত্তাই দিল না আইসিসি।

Report says WTC finals to stay in England until 2031

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:June 14, 2025 2:44 pm
  • Updated:June 14, 2025 4:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’বছর অন্তর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বসে ইংল্যান্ডে। কিন্তু প্রত্যেকবার কেন ইংল্যান্ডেই ফাইনাল হবে? আপত্তি জানিয়েছিলেন রোহিত শর্মা, প্যাট কামিন্সরা। ফাইনাল আয়োজনের দাবি জানিয়েছিল বিসিসিআইও। কিন্তু সেসবে পাত্তা দিল না আইসিসি। জানিয়ে দেওয়া হয়েছে, পরের তিনটি চক্রের ফাইনালও ইংল্যান্ডেই হবে।

Advertisement

অর্থাৎ ২০৩১ পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বিলেতের মাটিতেই হবে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী আইসিসি ইতিমধ্যেই সেই ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছে। ওই সূত্র অনুযায়ী বলা হচ্ছে, “ইংল্যান্ড বোর্ড আগামী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের ব্যাপারে অনেকটাই এগিয়েছে। তবে এই ম্যাচটি ভারতও আয়োজন করতে চেয়েছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০১৯ সালে শুরু হয় এবং এখনও পর্যন্ত দু’বছরের তিনটি চক্র সম্পন্ন করেছে। যার ফাইনালটি জুন মাসে ইংল্যান্ডে হয়।”

অর্থাৎ ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল বিলেতের মাটিতেই হবে। জুলাই মাসে আইসিসির বার্ষিক আলোচনাসভায় এই সিদ্ধান্তে সিলমোহর পড়ে যাবে। ওই রিপোর্টে বলা হয়েছে, এবারের WTC ফাইনাল শেষ হলেই ইসিবি ২০২৭-র ফাইনাল আয়োজনের প্রস্তুতি শুরু করে দেবে। ঘটনা হল, আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ। অথচ তাঁর সময়কালেই বিসিসিআইয়ের আবেদনকে পাত্তা দিল না আইসিসি। 

উল্লেখ্য, ২০২৩-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পরেই মহা ম্যাচের কেন্দ্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোহিত শর্মা। সাংবাদিক সম্মেলনে এসে বলেছিলেন, ইংল্যান্ড ছাড়াও অন্য কোনও দেশেও এই ফাইনাল আয়োজন করা যেতে পারে। প্রশ্ন উঠেছে, বারবার কেন সুইং সহায়ক ইংল্যান্ডে গিয়েই খেতাবি লড়াইয়ে নামতে হবে দুই দলকে? বিশেষ করে যেখানে বৃষ্টির সম্ভাবনা থাকে। এমনকী বিসিসিআই টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চেয়েছিল। কিন্তু সেসব উড়িয়ে ফের ইংল্যান্ডেই ফাইনাল হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ