Advertisement
Advertisement
Rishabh Pant

হেডিংলিতে অনবদ্য পারফরম্যান্স, আইসিসি ক্রমতালিকায় রেকর্ড পন্থের, উন্নতি গিল-রাহুলেরও

বোলারদের তালিকায় এখনও সেরা বুমরাহ।

Rishabh Pant Achieves Career-Best Rating After Twin Tons; KL Rahul Jumps 10 Spots
Published by: Subhajit Mandal
  • Posted:June 25, 2025 3:00 pm
  • Updated:June 25, 2025 3:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেডিংলিতে জোড়া সেঞ্চুরির পুরস্কার। আইসিসি টেস্ট ক্রমতালিকায় নতুন উচ্চতায় ঋষভ পন্থ। বেশ কয়েক ধাপ এগোলেন শুভমান গিল, লোকেশ রাহুলরাও। বোলারদের তালিকায় এখনও সেরা বুমরাহ।

আইসিসির সর্বশেষ ক্রমতালিকায় পন্থ উঠে এসেছেন সপ্তম স্থানে। অতীতে টেস্ট ক্রমতালিকায় প্রথম পাঁচেও ছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে তিনি রয়েছেন ৮০১ রেটিং পয়েন্টে। যা এর আগে কোনওদিন অর্জন করেননি টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার। আসলে হেডিংলি টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন পন্থ। যা ভারত তো বটেই গোটা বিশ্বেই বিরল নজির। একমাত্র জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার ছাড়া আর কোনও উইকেটরক্ষক এই কীর্তি গড়তে পারেননি। সেই রেকর্ডেরই পুরস্কার পেলেন পন্থ। ষষ্ট স্থানে থাকা টেম্বা বাভুমার থেকে মাত্র ৬ রেটিং পয়েন্টে পিছিয়ে তিনি।

পন্থ ছাড়াও হেডিংলিতে অন্য ৩ ভারতীয় ব্যাটার সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাঁদের মধ্যে দুজন আইসিসি ক্রমতালিকায় এক লাফে অনেকটা এগিয়েছেন। অধিনায়ক শুভমান গিল পাঁচ ধাপ উপরে উঠে আপাতত রয়েছেন ২০ তম স্থানে। হেডিংলিতে দ্বিতীয় ইনিংসের অনবদ্য সেঞ্চুরির পুরস্কার পেয়েছেন কে এল রাহুলও। তিনি একলাফে ১০ ধাপ উপরে উঠে আপাতত ৩৮ নম্বরে। ভারতীয় ব্যাটারদের মধ্যে সবার উপরে এখনও রয়েছেন যশস্বী জয়সওয়াল। আইসিসি ক্রমতালিকায় তিনি রয়েছেন চতুর্থ স্থানে।

এদিকে টেস্ট বোলারদের ক্রমতালিকায় এখনও শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরাহ। তবে সমস্যা হল বুমরাহ ছাড়া আর কোনও ভারতীয় ভারতীয় বোলার প্রথম দশে নেই। অন্যান্য ভারতীয়দের মধ্যে রবীন্দ্র জাদেজা ৩ ধাপ নেমে গিয়ে রয়েছেন ১৩ তম স্থানে। কুলদীপ যাদব রয়েছেন ২৫ নম্বরে। মহম্মদ সিররাজ ৩০ নম্বরে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement