ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত হারলেও প্রশংসিত হয়েছেন ঋষভ পন্থ। দুটো ইনিংসেই সেঞ্চুরি করে একাধিক রেকর্ড গড়েছেন। অজি সফরে ভালো খেলেও সমালোচিত হয়েছিলেন ‘দায়িত্ববোধের অভাবের’ জন্য। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রথম একাদশে সুযোগ পাননি। সেখান থেকে কীভাবে কামব্যাক হল পন্থের?
আসলে মেলবোর্ন টেস্টের পরই ভারতীয় দলের অধিনায়ক বুঝেছিলেন, নিজেকে বদলানো দরকার। সেই প্রস্তুতি শুরু হয় চলতি বছরের মার্চ থেকে। একের পর এক কঠিন সিদ্ধান্ত নেন। এককথায়, নিজেকে ‘শাস্তি’ দেন। সেই কঠিন সময়ের গল্প শোনালেন ভারতের প্রাক্তন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাই। তিনি জানিয়েছেন, ওই সময় নিজের ফোন বন্ধ করে রেখেছিলেন পন্থ। এমনকী হোয়াটসঅ্যাপও আনইনস্টল করে দেন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সোহম বলছেন, “ওই সময় পন্থ দিনরাত অনুশীলন করতেন। সময় পেলেই আমাকে নিয়ে জিমে চলে যেতেন। ওয়ার্কলোড বা ক্লান্তি নিয়ে ভাবতেন না। সব সময় বলতেন, আরও পরিশ্রম করতে হবে। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিন আমাকে বলেছিলেন, ওই দিনটা ছুটি চান। ওর মনের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছিল।”
সোহম আরও বলছেন, “পন্থ তখন এতটাই পরিশ্রম করেছেন যে, আগামী একবছর বাড়তি খাটনি না খাটলেও চলবে। সেই জন্য দেখা যাচ্ছে যে, হেডিংলি টেস্টে দুটো সেঞ্চুরি করে উনি এতক্ষণ উইকেটকিপিং করেও কীরকম উজ্জীবিত থাকছেন।” দুই ইনিংসে সেঞ্চুরির দৌলতে আইসিসির সর্বশেষ ক্রমতালিকায় পন্থ উঠে এসেছেন সপ্তম স্থানে। অতীতে টেস্ট ক্রমতালিকায় প্রথম পাঁচেও ছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে তিনি রয়েছেন ৮০১ রেটিং পয়েন্টে। যা এর আগে কোনওদিন অর্জন করেননি টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.