সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে বক্সিং ডে টেস্টের মাঝেই নতুন পালন জুড়ল শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) মুকুটে। মেলবোর্ন ক্রিকেট ক্লাব সাম্মানিক সদস্যপদ দিল কিংবদন্তি ক্রিকেটারকে। ক্রিকেটের প্রতি তাঁর অবদানকে মাথায় রেখেই এই সম্মান দেওয়া হয়েছে। সোশাল মিডিয়ায় সেকথা জানাল তারা।
১৮৩৮ সালে প্রতিষ্ঠিত হয় মেলবোর্ন ক্রিকেট ক্লাব। যা অস্ট্রেলিয়ার অন্যতম প্রাচীন ক্লাব। বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট যে মাঠে হচ্ছে অর্থাৎ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পরিচালনা ও তত্ত্বাবধানে থাকে এই ক্লাবই। সোশাল মিডিয়ায় তাঁদের তরফ থেকে লেখা হয়েছে, ‘এক আইকনকে সম্মানে ভূষিত করা হল। এমসিসি-র পক্ষ থেকে আনন্দের সঙ্গে ঘোষণা করা হচ্ছে, শচীন তেণ্ডুলকর ক্লাবের সাম্মানিক সদস্য পদ গ্রহণ করেছেন। ক্রিকেটের প্রতি তাঁর অবিস্মরণীয় অবদানকে আমরা স্বীকৃতি দিচ্ছি।’
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান স্কোরার শচীন। টেস্টে তাঁর রান সংখ্যা ১৫৯২১। আর মেলবোর্নের মাঠে তাঁর মোট টেস্ট রান ৪৪৯। মাত্র ৫টি টেস্ট খেলেই এই রান করেছিলেন তিনি। গড় ৪৪.৯০ ও স্ট্রাইক রেট ৫৮.৬৯। তিনটি হাফ সেঞ্চুরি-সহ একটি সেঞ্চুরিও রয়েছে। এমসিজি-তে টেস্টে এত রান আর কোনও ক্রিকেটারের নেই।
এর আগে ২০১২ সালে শচীন ‘অর্ডার অফ অস্ট্রেলিয়া’র সম্মানে ভূষিত হন। যা অস্ট্রেলিয়ার অন্যতম সর্বোচ্চ সম্মান। এবার এমসিসি-র সাম্মানিক সদস্যপদও পেলেন তিনি।
An icon honoured.
The MCC is pleased to announce that former Indian captain has accepted an Honorary Cricket Membership, acknowledging his outstanding contribution to the game.
— Melbourne Cricket Club (@MCC_Members)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.