সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্নেহস্পর্শ, আশ্বাসবাণী বা শুধুই পাশে থাকার বার্তা! কেকেআরের বিরুদ্ধে জয়ের পর মুম্বই ইন্ডিয়ান্স ড্রেসিংরুমের এক মুহূর্ত এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে আশ্বাসের আলিঙ্গন করছেন আর এক প্রাক্তন অধিনায়ক তথা স্বয়ং ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন তেণ্ডুলকর।
আসলে রোহিত নিজের কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সদ্য ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরও তাঁর টেস্ট ভবিষ্যৎ অনিশ্চিত। আবার আইপিএলেও তিনি বাজে ফর্মে। সমালোচনায় বিদ্ধ করছেন নিন্দুকেরা। কেউ কেউ তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন তুলছেন। হার্দিকের অধীনে খেলতে গিয়ে প্রথম দুম্যাচে মোট আটটি বল খেলেছেন রোহিত। দুই ম্যাচ মিলিয়ে তাঁর সংগ্রহ ছিল ৮ রান। গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধেও বিশেষ নজর কাড়তে পারেননি তিনি। সেটার চেয়েও গুরুত্বপূর্ণ হল, রোহিতের শরীরী ভাষায় মনে হয়েছে, তিনি যেন খেলার মধ্যে নেই। যেটুকু সময় ফিল্ডিংয়ে থেকেছেন, বিচ্ছিন্ন মনে হয়েছে। বস্তুত রোহিত যে মানসিকভাবে পুরোপুরি খেলায় মনোনিবেশ করতে পারছেন না সেটা স্পষ্ট।
এই অবস্থায় কেকেআর ম্যাচের পর রোহিতের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় শচীনকে। তারপরই স্নেহের আলিঙ্গন। শচীন যেন বুঝিয়ে দিলেন, কঠিন সময় কেটে যাবে। আমি অন্তত তোমার পাশে আছি। যেন বুঝিয়ে দিলেন, যতই কঠিন সময় যাক ম্যানেজমেন্ট পাশে থাকবে। আসলে ২০১৩ সালে এই শচীনের হাত থেকেই মুম্বইয়ের ব্যাটন হাতে নিয়েছিলেন রোহিত। তারপর গুচ্ছ সাফল্য। গত কয়েক মরশুম খারাপ গেলেও হিটম্যানের উপর এখনও আস্থা রয়েছে ‘মাস্টারে’র। সেটাই তিনি বুঝিয়ে দিলেন।
শচীন-রোহিতের এই ছবি দেখে আপ্লুত নেটদুনিয়াও। নেটিজেনদের কেউ কেউ বলছেন, “রোহিতের হয়ে গলা ফাটাতে হয়তো শচীনকে দেখা যায় না। কিন্তু রোহিতের খারাপ সময়ে সবসময় তিনি পাশে থাকবেনই।”
A legendary embrace! 💙🤗 Rohit Sharma and Sachin Tendulkar share an emotional moment after a grand win!
— MI Fans Army™ (@MIFansArmy)
It might be tough to find Sachin cheering for Ro when everybody is doing , but it’s never difficult to find him around Rohit when nobody is there!
Something that never changed from 2012* 🎀
— Misty Sinha (@naive_shrewd)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.