Advertisement
Advertisement
Rishabh Pant

জোড়া হারে পন্থের দিকে আঙুল মালিক গোয়েঙ্কার! নেটদুনিয়ায় ফিরল রাহুল-সঞ্জীব তরজার স্মৃতি

২৭ কোটি টাকা দর পাওয়া পন্থ চলতি আইপিএলে 'সুপার ফ্লপ'।

Sanjiv Goenka and Rishabh Pant animated chat goes viral
Published by: Anwesha Adhikary
  • Posted:April 2, 2025 4:09 pm
  • Updated:April 2, 2025 4:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের মধ্যেই আঙুল তুলে অধিনায়ক ‘কথা শোনাচ্ছেন’ মালিক! ২০২৪ আইপিএল তোলপাড় হয়েছিল এমন দৃশ্যে। চলতি আইপিএলেও কি ফিরল সেই তিক্ত স্মৃতি? তেমনটাই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ আবারও ম্যাচের পর মাঠে নেমে অধিনায়ক ঋষভ পন্থের দিকে আঙুল তোলার অভিযোগ উঠল সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে।

Advertisement

মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। চলতি আইপিএলে মোটেই ভালো ফর্মে নেই লখনউ। ২৭ কোটি টাকা দর পাওয়া পন্থও সুপার ফ্লপ। এহেন পরিস্থিতিতে পাঞ্জাবের বিরুদ্ধেও একপেশেভাবে ম্যাচ হারে লখনউ। আট উইকেটে জিতে পয়েন্ট টেবিলে দু’নম্বরে উঠে এসেছে শ্রেয়স আইয়ারের দল। ম্যাচ শেষ হওয়ার পরেই দেখা যায়, পন্থের দিকে আঙুল তুলে কথা বলছেন সঞ্জীব গোয়েঙ্কা। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

ঠিক কী ঘটেছে একানা স্টেডিয়ামে? ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, বেশ রাগতমুখে পন্থের দিকে আঙুল উঁচিয়ে রয়েছেন গোয়েঙ্কা। বিষণ্ণ মুখে তাকিয়ে থাকতে দেখা যায় পন্থকে। সেই ছবি হুহু করে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তারপর থেকেই নেটদুনিয়ার প্রশ্ন, তাহলে কি হারের পর অধিনায়ককে বকাবকি করছেন সঞ্জীব? উল্লেখ্য, গতবছর তৎকালীন লখনউ অধিনায়ক কে এল রাহুলকে বকাবকি করছেন সঞ্জীব, সেই ভিডিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। প্রবল সমালোচনা হয় লখনউ কর্ণধারের আচরণ নিয়ে।

তবে পন্থের ক্ষেত্রে হয়তো বিষয়টি ততখানি গুরুতর নয়। কারণ কিছুক্ষণ পরেই দেখা যায়, হাসিমুখে কথা বলছেন গোয়েঙ্কা-পন্থ। সঙ্গে রয়েছেন লখনউ মেন্টর জাহির খানও। উল্লেখ্য, লখনউ প্রথম ম্য়াচ হারের পরও ভাইরাল হয়েছিল পন্থ এবং গোয়েঙ্কার ছবি। জানা যায়, হারের হতাশা থাকলেও দলের খেলার প্রশংসাই করেছিলেন গোয়েঙ্কা। তবে সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পর পন্থকে বুকে টেনে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন লখনউ কর্ণধার। ভাইরাল হয়েছিল সেই ভিডিওটিও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ