Advertisement
Advertisement

Breaking News

ICC CEO

আইসিসিতে নতুন ‘সংযোগ’, জয় শাহর পর বড় পদে এই ভারতীয়

জয় শাহই নিজের ঘনিষ্ঠকে আইসিসির বড় পদে বসাচ্ছেন।

Sanjog Gupta, JioStar executive likely to become ICC CEO
Published by: Subhajit Mandal
  • Posted:May 13, 2025 7:38 pm
  • Updated:May 13, 2025 7:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসিতে আরও বাড়তে চলেছে ভারতের দাপট। এবার আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার চিফ এক্সিকিউটিভ পদে বসতে চলেছেন এক ভারতীয়। চেয়ারম্যান জয় শাহই আইসিসির ওই পদে নিজের ‘ঘনিষ্ঠ’ সংযোগ গুপ্তকে বসাতে চলেছেন।

Advertisement

আইসিসির নিরিখে চিফ এক্সিকিউটিভ পদটি বেশ গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার সূচি তৈরি, বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সমন্বয়, আইসিসির সম্প্রচার স্বত্ত্ব, সবটাই দেখতে হয় চিফ এক্সিকিউটিভকে। তাছাড়া আইসিসির সদস্য দেশগুলির মধ্যে সমন্বয়ের কাজটাও চিফ এক্সিকিউটিভই করে থাকেন। এ হেন গুরুত্বপূর্ণ পদে সংযোগ গুপ্তকে বসাচ্ছেন জয় শাহ।

ভারতীয় ক্রীড়া সম্প্রচারের জগতে সংযোগ গুপ্তা বেশ পরিচিত নাম। এতদিন তিনি কাজ করছেন জিও হটস্টারের ‘হেড অফ লাইভ স্পোর্টস’ হিসাবে। ভারতে যেহেতু এই মুহূর্তে সব খেলার সম্প্রচারের দায়িত্ব ওই সংস্থার হাতেই তাই বোর্ড কর্তাদের সঙ্গে তাঁর বেশ পরিচিত আছে। জয় শাহর সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে সংযোগের। সেই সূত্রেই তাঁকে আইসিসিতে চাইছেন জয়। এতদিন আইসিসির চিফ এক্সিকিউটিভ পদে ছিলেন অস্ট্রেলিয়ার জিওফ অ্যালার্ডিস। তাঁর কার্যকাল শেষ হয়ে গিয়েছে। আপাতত এই পদের দৌড়ে সংযোগ ছাড়া আর কেউ নেই।

তবে সংযোগ দায়িত্ব নিলে একাধিক চ্যালেঞ্জ সামলাতে হবে তাঁকে। ভারত-পাক উত্তেজনার আবহে আর হয়তো আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাইবে না টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে ধাক্কা খাবে সম্প্রচারকারীদের থেকে প্রাপ্ত আয়। আবার সূচি তৈরিও কঠিন হবে। এদিকে ফ্র্যাঞ্চাইজি লিগগুলির চাপে সংকুচিত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের পরিসর। সেটাও নজর রাখতে হবে তাঁকে। তবে সংযোগ দায়িত্ব নিলে আইসিসিতে ভারতের দাপট নিঃসন্দেহে বাড়বে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ