Advertisement
Advertisement

Breaking News

Sanju Samson

সেঞ্চুরিতে ফর্মে ফিরলেন সঞ্জু, কেরল লিগে শেষ বলে ছক্কায় ‘নায়ক’ আশিক

কোচি ব্লু টাইগার্সের নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু।

Sanju Samson returns to form with century, 'hero' Ashiq hits last-ball six in Kerala League

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:August 25, 2025 12:50 pm
  • Updated:August 25, 2025 2:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বস্তি! এশিয়া কাপের আগে ফর্মে ফিরলেন সঞ্জু স্যামসন। কেরল ক্রিকেট লিগে কোচি ব্লু টাইগার্সের নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু। রবিবার এরিস কোল্লাম সেইলার্সের বিরুদ্ধে ম্যাচে ঝড় তুলে সেঞ্চুরি হাঁকালেন তিনি। আর শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে সঞ্জুর দলের নায়ক মহম্মদ আশিক।

Advertisement

প্রথমে ব্যাট করে কোল্লাম ২০ ওভারে ৫ উইকেটে ২৩৬ রান করে। বিষ্ণু বিনোদ এবং অধিনায়ক শচীন বেবি করেন যথাক্রমে ৯৪ এবং ৯১ রান। জবাবে ব্যাট করতে নেমে কোচি ব্লু টাইগার্সের হয়ে বিধ্বংসী ইনিংস উপহার সঞ্জুর। করেন মাত্র ৫১ বলে ১২১ রান। এর আগের আলেপ্পি রিপলসের বিরুদ্ধে ম্যাচে  ২২ বলে মাত্র ১৩ রান করে হতাশ করেছিলেন তিনি। তবে এবার রোমাঞ্চকর ম্যাচে তাঁর ব্যাট কথা বলল। সেই কারণে স্বস্তিতে ফিরলেন সঞ্জুর ভক্তরা।

নাটক তখনও বাকি ছিল। শেষ ওভারে জয়ের জন্য ব্লু টাইগার্সের দরকার ছিল ১৭ রান। আশিক প্রথম দুই বলে একটি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে ম্যাচে ফেরান তিনি। তৃতীয় বলে সিঙ্গেল নেন। চতুর্থ বলে শরিফউদ্দিন ৭ রানে রান আউট করেন জনকে।

পঞ্চম বলে অবশ্য কোনও রান হয়নি। তাতে অবশ্য দমে যাননি আশিক। শেষ বলে জেতার জন্য দরকার ছিল ৬ রান। মাথা ঠান্ডা রেখে শেষ বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ব্লু টাইগার্সকে জয়ের স্বাদ এনে দেন তরুণ তুর্কি। কোচি ব্লু টাইগার্সের খেলোয়াড়রা মাঠে নেমে এসে জয় উদযাপন করেন। সঞ্জুর মুখে দেখা যায় চওড়া হাসি। বিধ্বংসী ইনিংসের পর সঞ্জুকে ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ