Advertisement
Advertisement

Breaking News

Shubman Gill

স্বঘোষিত ‘প্রিন্স’! শুভমানের ব্যাটে খোদাই করা শব্দ দেখে তুলোধোনা নেটিজেনদের

তাঁরা গিলের এই আচরণকে 'ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ' বলে তুলোধোনা করেছেন।

Self-proclaimed 'Prince'! Netizens are shocked to see the words engraved on Shubman Gill's bat
Published by: Prasenjit Dutta
  • Posted:June 12, 2025 4:42 pm
  • Updated:June 12, 2025 6:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজ আসন্ন। তার আগে যেচে বিতর্কে জড়িয়ে পড়লেন টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল। ঠিক কোন কারণে চর্চায় উঠে এসেছেন গিল? আসলে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিই এই বিতর্কের মূলে।

Advertisement

টেস্ট দলের জার্সি পরে কিছু ফোটোশুট করেছেন শুভমান। তাতে দেখা যাচ্ছে, তাঁকে ব্যাট হাতে পোজ দিতে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু হঠাৎই দেখা গেল, তাঁর ব্যাটে লেখা ‘প্রিন্স’ শব্দ। আর যা দেখে তেলেবেগুনে জ্বলছেন অনেক নেটিজেনই। আসলে গিল নিজেকে ‘প্রিন্স’ বলে এভাবে প্রচার করবেন, তা হয়তো নেট নাগরিকরা ভাবতেও পারেননি।

এক নেটিজেনের কথায়, ‘গিলের মতো এমন আত্মমগ্ন আর কাউকে দেখিনি। কে তোমাকে রাজপুত্র বলেছে? SENA দেশের হয়ে রেকর্ড খারাপ। টেস্টে গড় ৩৫-এর কম। বিদেশে কোনও সেঞ্চুরি নেই। তা কীভাবে তুমি রাজপুত্র হলে?’

আর-এক নেটিজেন লেখেন, “শচীন তেণ্ডুলকর কখনও ‘গড’ লেখা ব্যাট দিয়ে খেলেননি। বিরাট কোহলি কখনও ‘কিং’ লেখা ব্যাট নিয়ে খেলতে নামেননি। ‘প্রিন্স’-এর মতো উপাধি তো নিজেই নিজেকে দেওয়া যায় না। সেটা তো অর্জন করতে হয়।” এভাবেই তাঁরা গিলের এই আচরণকে ‘ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ’ বলে তুলোধোনা করেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ