Advertisement
Advertisement

Breaking News

Shama Mohamed

রোহিতের আগে কোহলিকেও তোপ দেগেছিলেন কংগ্রেস নেত্রী! কী বলেছিলেন শামা মহম্মদ

রোহিত শর্মাকে ‘মোটা-খারাপ অধিনায়ক’ বলে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস মুখপাত্র।

Shama Mohamed attacked Virat Kohli in 2018
Published by: Biswadip Dey
  • Posted:March 4, 2025 8:36 pm
  • Updated:March 4, 2025 8:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মাকে ‘মোটা-খারাপ অধিনায়ক’ বলে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। এই কারণে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। এই পরিস্থিতিতে ফিরে ফিরে আসছে শামার পুরনো পোস্ট। দেখা যাচ্ছে, কেবল রোহিত নন, তাঁর বিষোদগারের মুখে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেটের আরেক কিংবদন্তি ‘কিং’ কোহলিকেও।

Advertisement

২০১৮ সালে বিরাটকে ‘ওভাররেটেড’ বলে তোপ দেগেছিলেন এক ভক্ত। দাবি করেছিলেন, ভারতীয় ক্রিকেটারদের খেলা দেখার চেয়ে ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের খেলা দেখতে তাঁর বেশি ভালো লাগে। যার জবাবে তারকা ক্রিকেটার বলেছিলেন, সেক্ষেত্রে ওই যুবকের উচিত দেশ ছেড়ে চলে যাওয়া। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল সেই সময়। যার জবাবে শামা এক্স হ্যান্ডলে (তৎকালীন) লেখেন, ‘কোহলি খেলেন ব্রিটিশদের খেলা। কোটি কোটি টাকা উপার্জন করেন বিদেশি ব্র্যান্ডের বিজ্ঞাপন করে, বিয়ে করেছিলেন ইটালিতে, হার্শেল গিবসকে প্রিয় ক্রিকেটার বলে দাবি করেন। অথচ যাঁরা বিদেশি ব্যাটসম্যানদের ভালোবাসেন তাঁদের দেশ ছেড়ে যেতে বলেন।’

রোহিতকে নিশানা করে সোশাল মিডিয়ায় আক্রমণ শানান কংগ্রেস মুখপাত্র শামা। তিনি লেখেন, ‘একজন খেলোয়াড় হিসেবে অত্যন্ত মোটা রোহিত শর্মা। ওনার উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন, তাঁদের সকলের মধ্যে সবথেকে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত।’

এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক দেশজুড়ে। ক্রিকেট এবং রাজনীতি- দুই মহল থেকেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেস নেত্রী। তাঁকে একহাত নিয়েছেন গাভাসকর। তাঁর কথায়, “আমি তো সবসময়ে বলি, রোগাদের চাইলে মডেলিং প্রতিযোগিতায় গিয়ে মডেলদের খুঁজে বের করুন। এখানে বিষয়টা হল, তুমি কতটা ভালো ক্রিকেট খেলতে পারো। সরফরাজ খানকে নিয়েও তো কথা হয়েছিল ও একটু ভারী চেহারার কারণে। কিন্তু ও ভারতের হয়ে টেস্টে ১৫০ রানের ইনিংস খেলতে পারে। তারপরেও বেশ কয়েকটা হাফসেঞ্চুরি করতে পারে। ওর চেহারা কেমন, তাতে কিছু এসে যায় না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ