Advertisement
Advertisement
Team India

ইংল্যান্ডে ব্যাট হাতে ফের ‘লর্ড’ শার্দূল, প্রস্তুতি ম্যাচে হাঁকালেন সেঞ্চুরি, জয়ী কোন দল?

১৭ জুন প্রথম টেস্ট খেলতে হেডিংলি উড়ে যাবে টিম ইন্ডিয়া।

Shardul scores century in warm-up match in England, which team wins?

ছবি বিসিসিআই

Published by: Prasenjit Dutta
  • Posted:June 16, 2025 9:52 am
  • Updated:June 16, 2025 9:55 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে লোকচক্ষুর আড়ালে আন্তঃস্কোয়াড ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। কোনওরকম লাইভ স্ট্রিমিং নয়, এমনকী সংবাদমাধ্যমের জন্যও ম্যাচটি দেখার সুযোগ ছিল না। কোচ গৌতম গম্ভীরের অনুরোধে এমনই সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। টিম ইন্ডিয়া এবং ভারতীয় ‘এ’ দলের মধ্যে চলা সেই ম্যাচটি তৃতীয় দিনের মাঝপথে বাতিল করে দেওয়া হল। সেই কারণে কোনও দলই জয়ী হল না।

Advertisement

ম্যাচটি ১৬ জুন, সোমবার পর্যন্ত হওয়ার কথা ছিল। যদিও আড়াই দিন পর খেলাটি বাতিল করে দেওয়া হয়। ম্যাচটি গড়িয়েছিল প্রায় ৮টি সেশন। আন্তঃস্কোয়াড ম্যাচটি থেকে ভারতের প্রাপ্তি অনেক। শুভমান গিল, কেএল রাহুলের ব্যাটিং থেকে সিরাজ-কৃষ্ণর বোলিং – সমস্ত কিছুতেই ছিল ইতিবাচক ছাপ। টিম ইন্ডিয়ার হয়ে রাহুল-গিলের জুটি দলের স্কোর ৪৬৯ রানের পাহাড় চূড়ায় পৌঁছে দেয়।

অন্যদিকে, ভারতীয় ‘এ’ দলের হয়ে দুরন্ত পারফর্ম করেন সরফরাজ খান। এই ম্যাচে ৭৬ বলে ১০১ রানের মারকুটে ইনিংস খেলেন তিনি। তবে জশপ্রীত বুমরাহ উইকেটশূন্য ছিলেন। দু’টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। একটি উইকেট পেয়েছেন নীতীশ কুমার রেড্ডি। জানা গিয়েছে, ১৭ জুন প্রথম টেস্ট খেলতে হেডিংলি উড়ে যাবে টিম ইন্ডিয়া। ২০ জুন থেকে শুরু প্রথম টেস্ট।

এদিকে শার্দূল ঠাকুর ১২২ রানের অপরাজিত ইনিংস খেলার পর টিম ম্যানেজমেন্ট কিছুটা হলেও চাপে। নীতীশ এবং শার্দূলের মধ্যে কাকে প্রথম একাদশে দেখা যাবে, তা নিয়ে দ্বিধাবিভক্ত তারা। তবে এক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে নীতীশ। কারণ বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টেই খেলেছিলেন তিনি। মেলবোর্ন টেস্টে ১১৪ রানের স্মরণীয় ইনিংসও উপহার দিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডের উইকেটে বোলিংয়ে কার্যকরী ভূমিকা নিতে পারেন ‘লর্ড’ শার্দূল। তবে তিনি প্রায় দু’বছর কোনও আন্তর্জাতিক টেস্ট খেলেননি।

উল্লেখ্য, ২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ