সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা নন, এবার ওয়ানডে ফরম্যাটেও অধিনায়কত্ব করবেন শুভমান গিল। এমনই গুঞ্জন জোরাল হয়েছে এক খ্যাতিমান সাংবাদিকের পোস্ট সামনে আসার পর থেকে। টি২০-র পর টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও রোহিতই ওয়ানডে ম্যাচে টস করতে যাবেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু এই ফরম্যাট থেকেও শেষপর্যন্ত অধিনায়কত্ব হারাতে চলেছেন তিনি!
ইংল্যান্ডের সঙ্গে হাই ভোল্টেজ টেস্ট সিরিজের আগেই যখন সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা, তখন অনুরাগীরা বিষণ্ণ হলেও অধিকাংশই মেনে নিয়েছিলেন এই সিদ্ধান্ত। তাঁর সাম্প্রতিক ফর্ম বলে দিচ্ছিল ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটকে এবার বিদায় জানানোর সময় এসে গিয়েছে। কিন্তু অন্তত পঞ্চাশ ওভারের ক্রিকেটে তাঁকে এবং বিরাট কোহলিকে দেখা যাবে, এটাই ছিল বিরাট সান্ত্বনা। তার উপর গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফলে রোহিত অধিনায়ক থাকবেন বলেই মনে করা হচ্ছিল।
Whenever India’s next odi series will be – Gill will lead
— Rohit Juglan (@rohitjuglan)
এবার ইংল্যান্ডে স্বপ্নের সফর চলছে গিলের। দু’টি টেস্টে তিনটি শতরান করেছেন। যার মধ্যে রয়েছে ২৬৯ রানের ইনিংসটি, যেটি যে কোনও ভারত অধিনায়কের করা সর্বোচ্চ রানের টেস্ট ইনিংস। প্রথম ম্যাচে হেরে পরের ম্যাচে দারুণ কামব্যাক করেছে ভারত। তৃতীয় টেস্টেও লড়াই করছে টিম ইন্ডিয়া। ব্যাটের পাশাপাশি গিলের অধিনায়কত্বও হয়তো মন জিতেছে নির্বাচকদেরও। তার উপর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ২০২৭ সালে। তাই এখন থেকেই অধিনায়ক বদলে নতুন করে সেই প্রতিযোগিতায় জিততে ঝাঁপাতে চাইছে বোর্ড। গুঞ্জন তেমনটাই।
কেবল তাই নয়। রোহিত-কোহলিরা আদৌ বিশ্বকাপের দলে থাকবেন কিনা সংশয় তা নিয়েও। ঠিক ছিল সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। কিন্তু পিছিয়ে গিয়েছে সেই সিরিজ। আপাতত নভেম্বরের আগে আর মাঠে নামা হবে না ভারতীয় ক্রিকেটের দুই মেগাস্টারের। সেই সময় অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা ভারতের। মনে করা হচ্ছে, গত বছর দেড়েক সময়ে রানের মধ্যে না থাকতে পারলে হয়তো বিশ্বকাপ স্কোয়াডেও হয়তো দেখা যাবে না রোহিত-কোহলিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.