সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন ফরম্যাটেই তাঁর নামের পাশে অধিনায়ক অথবা সহঅধিনায়ক লেখা থাকছে। সেই শুভমান গিল এবার এবার ভারত অধিনায়ক হিসাবে প্রথমবার টস জিতলেন। শুক্রবার দেশের মাটিতে প্রথমবার টস জিতে তিনি জানালেন, দায়িত্ব কাঁধে নেওয়াটা সবসময়েই উপভোগ করেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন শুভমান। অপরিবর্তিত প্রথম একাদশ নিয়ে এই ম্যাচে নামছে ভারত।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে একতরফা দাপট দেখিয়েছিল ভারত। তিনজন ভারতীয় ব্যাটার সেঞ্চুরি করেছিলেন। মাত্র আড়াই দিনেই ম্যাচ জিতে নেয় মেন ইন ব্লু। আহমেদাবাদের সেই ছবিই দিল্লিতে ফেরাতে চায় ভারত। টসে জিতে শুভমানের কণ্ঠে সেই কথাই শোনা গেল। তাঁর মতে, ধারাবাহিকতা বজায় রাখাটা অত্যন্ত জরুরি। যেভাবে আহমেদাবাদে খেলেছে ভারত, সেই একইভাবে দিল্লিতেও ছন্দ ধরে রাখতে হবে পুরো টিমকে।
দিল্লির পিচ নিয়ে বেশ সন্তুষ্ট দেখাল ভারত অধিনায়ককে। প্রথমে ব্যাট করে বড় রান তুলে বিপক্ষকে চাপে ফেলার স্ট্র্যাটেজি নিয়ে নামছে টিম ইন্ডিয়া। টসের সময়েই শুভমানকে জিজ্ঞাসা করা হয়, এখন তিনি টেস্ট এবং ওয়ানডেতে জাতীয় দলের অধিনায়ক, টি-২০তে সহঅধিনায়ক। সেই চাপ কেমনভাবে সামলাচ্ছেন? উত্তরে গিল জানান, “অধিনায়কত্ব আমাকে সেভাবে বদলাতে পারেনি। আমি সবসময়েই দায়িত্ব নিতে ভালোবাসি। নতুন দায়িত্ব পেয়ে ভালোই লাগছে।”
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ: তেগনারিন চন্দ্রপল, জন ক্যাম্পবেল, অ্যালিক অ্যাথানাজে, শাই হোপ, টেভিন ইমলাখ (উইকেটকিপার), রস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, জোমেল ওয়ারিকান, খারি পিয়ের, অ্যান্ডারসন ফিলিপ, জেডেন সিলস
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.