স্টাফ রিপোর্টার: কয়েক দিন পর এশিয়া কাপে অভিযান শুরু করবে ভারত। তার আগে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে আলোচনা চলছে। গত কয়েকটা সিরিজে সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা ওপেন করছেন। কিন্তু এশিয়া কাপের স্কোয়াডে শুভমান গিল থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে, সঞ্জু আদৌ সুযোগ পাবেন?
অনেকেরই মনে হচ্ছে, টপ অর্ডারে যদি ব্যাটিংয়ের সুযোগ না আসে, তাহলে উইকেটকিপার হিসেবে জিতেশ শর্মাকে খেলানো হতে পারে। কারণ লোয়ার অর্ডারে জিতেশ অনেক বেশি কার্যকরী। সুনীল গাভাসকর অবশ্য পরিষ্কার বলে দিয়েছেন, “সঞ্জুর মতো ক্রিকেটারকে যখন স্কোয়াডে রাখা হয়েছে, তখন তাঁকে প্রথম এগারোর বাইরে রাখার কোনও মানে হয় না। সঞ্জু তিন নম্বরে ব্যাট করতে পারে। প্রয়োজনে ওকে ছয় নম্বরেও পাঠানো যেতে পারে। জিতেশও আইপিএলে খুব ভালো পারফর্ম করেছে। যে কোনও নির্বাচক কমিটির কাছে একটা মাথাব্যথা। তবে এটা ভালো দিক।”
তাঁর সংযোজন, “জিতেশের থেকে কিছুটা হলেও সঞ্জু এগিয়ে রয়েছে। তবে আমার মনে হচ্ছে, প্রথম কয়েকটা ম্যাচে সঞ্জুই হয়তো সুযোগ পাবে। ওর ফর্ম কেমন থাকছে, তারপর সেটা দেখা হবে। যদি ভালো খেলতে না পারে, তখন জিতেশকে সুযোগ দেওয়া যেতে পারে। যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে বলব ভারতীয় দল হয়তো তিন নম্বরে সঞ্জুকেই ভাবছে। তিলক (বর্মা) রয়েছে। ওর ম্যাচ ফিনিশিং ক্ষমতা খুব ভালো। পাঁচ-ছয় নম্বরে তিলককে ভাবুক। হার্দিক পাণ্ডিয়াও আছে। ওর ম্যাচ শেষ করার ক্ষমতা আছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.